ছবি: সংগৃহীত
প্রথমে সমকামী অ্যাপে পরিচয়। এরপর বয়স্ক এক পুরুষকে ডেকে নিয়ে ঘনিষ্ঠ ছবি তুলে ব্ল্যাকমেল! হুমকি ও আর্থিক প্রতারণার অভিযোগ। পশ্চিমবঙ্গের বালিগঞ্জে এই অভিযোগে গ্রেপ্তার হলেন তিন যুবক। তাদের সঙ্গে কোনও চক্র সক্রিয় কি না, তদন্ত করছে পুলিশ। ঘটনাটি গত সপ্তাহের। খবর সংবাদ প্রতিদিনের।
চলতি মাসে বালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়। ৬০ বছর বয়সী এক পুরুষ অভিযোগ করেন, একটি সমকামী অ্যাপে বিজয় সিং নামে একজনের সঙ্গে পরিচয় হয় তার। সেই বিজয় বালিগঞ্জের সার্কুলার রোডের একটি আবাসনে ডাকে তাকে। সেখানে যান যুবক। আলাপ-আলোচনার পর অভিযুক্ত বিজয়ের সঙ্গে তিনি ঘনিষ্ঠ হন।
ঠিক সেই সময়, অন্য দু’জন যুবক ঘরে ঢুকে পড়েন বলে অভিযোগ। তারা বৃদ্ধের আপত্তিকর ছবি তুলতে থাকেন। বারণ করলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরই তার কাছে টাকা চাওয়া হয়। না হলে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন তিনি। ১ লাখ টাকা তার থেকে জোর করে একটি ইউপিআই অ্যাপের সাহায্যে নিয়ে নেওয়া হয় বলে তার অভিযোগ।
প্রতারিত বৃদ্ধ বালিগঞ্জ থানায় অভিযোগ জানান। তদন্তে নামে পুলিশ। কিন্তু অভিযুক্তদের নাগাল পাচ্ছিলেন না তদন্তকারীরা। গত সপ্তাহে গোপন সূত্রে পুলিশ খবর পায়, অভিযুক্ত বিজয়কে এলাকায় দেখা গেছে। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে তার দুই সঙ্গী মুহম্মদ ওয়াজিদ ও ইরফান ইয়াসিনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত চলছে।
উল্লেখ্য, কিছুদিন আগে পাটুলির এক তরুণের সঙ্গেও এমন কাণ্ড ঘটেছিল বলে অভিযোগ দায়ের হয় এই বালিগঞ্জ থানাতেই। প্রাথমিক অনুমান, এই গ্রেপ্তারকৃতরাই পাটুলি কাণ্ডের সঙ্গে যুক্ত। আগের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও মিল আছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
খবরটি শেয়ার করুন