সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস *** তিন দলের তিন মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার *** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা

অ্যাপে পরিচয়, নগ্ন ছবি তুলে হুমকি দিয়ে লাখ টাকা দাবি, অবশেষে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রথমে সমকামী অ্যাপে পরিচয়। এরপর বয়স্ক এক পুরুষকে ডেকে নিয়ে ঘনিষ্ঠ ছবি তুলে ব্ল্যাকমেল! হুমকি ও আর্থিক প্রতারণার অভিযোগ। পশ্চিমবঙ্গের বালিগঞ্জে এই অভিযোগে গ্রেপ্তার হলেন তিন যুবক। তাদের সঙ্গে কোনও চক্র সক্রিয় কি না, তদন্ত করছে পুলিশ। ঘটনাটি গত সপ্তাহের। খবর সংবাদ প্রতিদিনের।

চলতি মাসে বালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়। ৬০ বছর বয়সী এক পুরুষ অভিযোগ করেন, একটি সমকামী অ্যাপে বিজয় সিং নামে একজনের সঙ্গে পরিচয় হয় তার। সেই বিজয় বালিগঞ্জের সার্কুলার রোডের একটি আবাসনে ডাকে তাকে। সেখানে যান যুবক। আলাপ-আলোচনার পর অভিযুক্ত বিজয়ের সঙ্গে তিনি ঘনিষ্ঠ হন।

ঠিক সেই সময়, অন্য দু’জন যুবক ঘরে ঢুকে পড়েন বলে অভিযোগ। তারা বৃদ্ধের আপত্তিকর ছবি তুলতে থাকেন। বারণ করলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরই তার কাছে টাকা চাওয়া হয়। না হলে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন তিনি। ১ লাখ টাকা তার থেকে জোর করে একটি ইউপিআই অ্যাপের সাহায্যে নিয়ে নেওয়া হয় বলে তার অভিযোগ।

প্রতারিত বৃদ্ধ বালিগঞ্জ থানায় অভিযোগ জানান। তদন্তে নামে পুলিশ। কিন্তু অভিযুক্তদের নাগাল পাচ্ছিলেন না তদন্তকারীরা। গত সপ্তাহে গোপন সূত্রে পুলিশ খবর পায়, অভিযুক্ত বিজয়কে এলাকায় দেখা গেছে। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে তার দুই সঙ্গী মুহম্মদ ওয়াজিদ ও ইরফান ইয়াসিনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত চলছে।

উল্লেখ্য, কিছুদিন আগে পাটুলির এক তরুণের সঙ্গেও এমন কাণ্ড ঘটেছিল বলে অভিযোগ দায়ের হয় এই বালিগঞ্জ থানাতেই। প্রাথমিক অনুমান, এই গ্রেপ্তারকৃতরাই পাটুলি কাণ্ডের সঙ্গে যুক্ত। আগের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও মিল আছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রতারণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন