শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

সায়মা ওয়াজেদের স্থলাভিষিক্ত হলেন ডা. মাজহারুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন পদে নিয়োগ পেয়েছেন নিউরোলজিস্ট ডা. মাজহারুল মান্নান। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি সূচনা ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা সদস্য।

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সূচনা ফাউন্ডেশন।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। সংস্থাটি মূলত মানসিক ও স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশ্যে কাজ করে। সায়মা ওয়াজেদ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন, তার স্থলাভিষিক্ত হয়েছেন ডা. মাজহারুল মান্নান।

মাজহারুল মান্নান ১৯৭০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি হাঙ্গেরীর বুদাপেস্টের সেমেলওয়েস মেডিকেল ইউনিভার্সিটি থেকে মেডিসিন বিষয়ে পড়াশোনা করেছেন। এছাড়া তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল নিউরোসাইন্স ইনস্টিটিউট থেকে এপিলেপসিতে ফেলোশিপ অর্জন করেন এবং লন্ডনের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোলজি থেকে ক্লিনিক্যাল নিউরোলজিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

ডা. মান্নান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের পরামর্শক নিউরোলজিস্ট এবং ২০০৯ সালে সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেনে প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে যোগদান করেন। সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন ২০১৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব পেডিয়েট্রিক নিউরোডিসর্ডার অ্যান্ড অটিজম হিসেবে প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন: সায়মা ওয়াজেদ আজ ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিচ্ছেন

ডা. মাজহারুল মান্নান ২০২১ সালে ভারতের সুন্দরজীর গ্লোবাল একাডেমিয়া থেকে সুপার হিরো অটিজম অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এছাড়াও ইন্টারন্যাশনাল লীগ অ্যাগেইনস্ট এপিলেপসি এবং ইন্টারন্যাশনাল ব্যুরো অব এপিলেপসি থেকে এশিয়ান অ্যান্ড ওশেনিয়ান আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট এপিলেপসি অ্যাওয়ার্ড লাভ করেন।

এসকে/ 

নিউরোলজিস্ট সায়মা ওয়াজেদ ডা. মাজহারুল মান্নান সূচনা ফাউন্ডেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন