শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

সায়মা ওয়াজেদের স্থলাভিষিক্ত হলেন ডা. মাজহারুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন পদে নিয়োগ পেয়েছেন নিউরোলজিস্ট ডা. মাজহারুল মান্নান। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি সূচনা ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা সদস্য।

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সূচনা ফাউন্ডেশন।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। সংস্থাটি মূলত মানসিক ও স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশ্যে কাজ করে। সায়মা ওয়াজেদ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন, তার স্থলাভিষিক্ত হয়েছেন ডা. মাজহারুল মান্নান।

মাজহারুল মান্নান ১৯৭০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি হাঙ্গেরীর বুদাপেস্টের সেমেলওয়েস মেডিকেল ইউনিভার্সিটি থেকে মেডিসিন বিষয়ে পড়াশোনা করেছেন। এছাড়া তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল নিউরোসাইন্স ইনস্টিটিউট থেকে এপিলেপসিতে ফেলোশিপ অর্জন করেন এবং লন্ডনের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোলজি থেকে ক্লিনিক্যাল নিউরোলজিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

ডা. মান্নান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের পরামর্শক নিউরোলজিস্ট এবং ২০০৯ সালে সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেনে প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে যোগদান করেন। সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন ২০১৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব পেডিয়েট্রিক নিউরোডিসর্ডার অ্যান্ড অটিজম হিসেবে প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন: সায়মা ওয়াজেদ আজ ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিচ্ছেন

ডা. মাজহারুল মান্নান ২০২১ সালে ভারতের সুন্দরজীর গ্লোবাল একাডেমিয়া থেকে সুপার হিরো অটিজম অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এছাড়াও ইন্টারন্যাশনাল লীগ অ্যাগেইনস্ট এপিলেপসি এবং ইন্টারন্যাশনাল ব্যুরো অব এপিলেপসি থেকে এশিয়ান অ্যান্ড ওশেনিয়ান আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট এপিলেপসি অ্যাওয়ার্ড লাভ করেন।

এসকে/ 

নিউরোলজিস্ট সায়মা ওয়াজেদ ডা. মাজহারুল মান্নান সূচনা ফাউন্ডেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250