শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

সিনেমার প্রচারে প্রেক্ষাগৃহে তারকারা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ১১ই জুন ২০২৫

#

‘তান্ডব’ সিনেমায় শাকিব খান। ছবি: সংগৃহীত

মুক্তির আগে ঈদের সিনেমার প্রচার নিয়ে ছিল অনেক প্রশ্ন। অনেকটা প্রচারহীনতার মধ্য দিয়ে এবার ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। তবে মুক্তির পর সিনেমা হলে দর্শক টানতে উঠেপড়ে লেগেছেন অভিনয়শিল্পীরা। 

ঈদের দিন থেকে প্রতিদিন বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটে বেড়াচ্ছেন, দর্শকদের সঙ্গে সিনেমা দেখছেন, কথা বলছেন নানা বিষয় নিয়ে। এ ছাড়া এবার ঈদের সিনেমায় যোগ হয়েছে তারকাদের ক্যামিও। অল্প সময়ের পর্দায় উপস্থিতি হলেও আলোচনার কেন্দ্রে চলে এসেছে সিনেমার অতিথি চরিত্রগুলো।

ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে ছয়টি সিনেমার প্রদর্শনী হচ্ছে। সেগুলো হলো—‘তান্ডব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘উৎসব’, ‘নীলচক্র’ ও ‘এশা মার্ডার: কর্মফল’। প্রতিবারের মতো এবারের ঈদেও হলগুলোতে দেখা যাচ্ছে দর্শকদের উপচে পড়া ভিড়। 

নিজেদের সিনেমায় দর্শক টানতে মুক্তির প্রথমদিন থেকে দৌড়ঝাঁপ করছেন শাকিব খানসহ অন্য তারকারা। ঈদের দিন তান্ডব সিনেমার প্রচারে গিয়ে অভিনেত্রী সাবিলা নূর জানান, মুক্তির আগে নার্ভাস থাকলেও দর্শকদের ভালোবাসায় সেটা দূর হয়েছে।

জয়া আহসান বলেন, ‘সিনেপ্লেক্সের ভেতরেও দর্শক যেভাবে শিস বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সেটাই বলে দেয়—তান্ডব মানুষের কতটা ভালোবাসা পাচ্ছে।’ ঈদের দ্বিতীয় দিন দর্শকদের সঙ্গে জয়া উপভোগ করেছেন উৎসব। এ সময় তার সঙ্গে ছিলেন উৎসবের অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, অপি করিম, সাদিয়া আয়মান ও সৌম্য জ্যোতিরা।

নিজের প্রথম বানিজ্যিক সিনেমা ইনসাফের প্রচারে হলে হলে ঘুরে দর্শকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছেন তাসনিয়া ফারিণ। তার সঙ্গে দেখা গেছে শরিফুল রাজসহ নির্মাতা ও প্রযোজককে।

এশা মার্ডার নিয়ে প্রতিদিন রাজধানীর বিভিন্ন হলে যাচ্ছেন আজমেরী হক বাঁধন। প্রথম দুইদিনের তুলনায় তৃতীয় দিন দর্শকের সংখ্যা বেশি থাকায় দারুণ খুশি এ অভিনেত্রী।

বাঁধনের মতো মন্দিরা চক্রবর্তীও তার অভিনীত নীলচক্র নিয়ে প্রতিদিন হাজির হচ্ছেন বিভিন্ন হলে। কথা বলছেন দর্শকদের সঙ্গে। এ ছাড়া টগর সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আদর আজাদ ও পূজা চেরি সিনেমার প্রচারে হলে হলে ব্যস্ত সময় পার করছেন।

এইচ.এস/

ঈদের সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250