রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে জখম, গ্রেপ্তার বিল্লাল কারাগারে *** ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে জামায়াত *** ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি শিয়াতেক *** দেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ *** সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি মহিলা পরিষদের *** আয়াতুল্লাহ খামেনি নিজেই যুদ্ধকক্ষ থেকে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন *** ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন *** সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন সাবেক আইজিপি মামুন, ট্রাইব্যুনালের আদেশ *** ভারত না এলেও ঢাকাতেই ঠিক হবে এশিয়া কাপের সূচি *** চারদিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত

আরশিনগরের 'অন্তরের ধ্যান মূর্ত হোক বোধের চিৎকারে’

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠার পর সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগিয়েছে আরশিনগর। চলেছে বহু পথ, এখনো থেমে নেই। দর্শক, শ্রোতাদের আবেগে-উচ্ছ্বাসে মাতিয়ে রেখে এগিয়ে যেতে চায় আদর্শিক গন্তব্যে। শৈল্পিক উৎকর্ষ উন্নয়নের লক্ষ্যে কাজ করছে দলটি। এর সঙ্গে যারা যুক্ত আছেন, তারা নিজেদের সৃষ্টিশীলতায় সংগঠনটিকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তাদের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরো সমাদৃত ও দর্শকনন্দিত হওয়া। এ লক্ষ্যে 'অন্তরের ধ্যান মূর্ত হোক বোধের চিৎকারে’ স্লোগান উপজীব্য করে আরশিনগরের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আয়োজনে।

গতকাল শুক্রবার (১১ই জুলাই) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সভা কক্ষে সংগঠনটির অধিকাংশ সদস্যের অংশ নেওয়ার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। সংকল্পে অবিচল থেকে গণমানুষের গান গাওয়ার সংকল্প ব্যক্ত হয় এ আয়োজনে। চলমান অস্থির সময়ে মানুষের মাঝে সাংস্কৃতিক বোধের বিকাশ ঘটানো ও সাংস্কৃতিক বোধ দিয়ে সামাজিক পরিবর্তনের কথা উচ্চারিত হয় অনুষ্ঠানে। তাদের অংশগ্রহণে সম্মেলন মিলনমেলায় পরিণত হয়। নাট্যদলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের সম্মেলনের শুরুতে দলের প্রতিষ্ঠাতা সদস্য ফাল্গুনী শম্পার স্বামী আলী হাসান মোহাম্মদ গাউছুল হক ফিলিপের অকাল প্রয়াণে এবং দলের আরেক সদস্য সফুকা চৌধুরীর বাবা আবদুল কাদের চৌধুরীর সদ্য প্রয়াণে তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তাদের আত্মার শান্তি কামনা করা হয়। এরপর দলের সদস্যরা বিভিন্ন প্রযোজনা এবং সংগঠন সম্পর্কে তাদের অনুভূতি, ভালোলাগা ও সামনের দিনের স্বপ্নের কথা ব্যক্ত করেন। 

অর্ধশতাধিক সদস্যের এ নাট্যদলের অধিকাংশ অংশীজন মিলে সম্মেলনে নির্ধারণ করেন, আগামী দুই বছর কারা দলটির প্রধান দায়িত্বগুলো পালন করবেন। সবার সম্মতিতে গঠিত হয় ১৫ সদস্যের নতুন নির্বাহী পর্ষদ এবং পাঁচ সদস্যের উপদেষ্টা পর্ষদ।


২০২৫ থেকে ২০২৭ মেয়াদের এ নির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হন সংগঠনটির প্রতিষ্ঠাতা রেজা আরিফ। সাধারণ সম্পাদক পার্থ প্রতিম, সাংগঠনিক সম্পাদক পলি পারভীন, অর্থ সম্পাদক স্নেহাশিস দেবনাথ, দপ্তর সম্পাদক ওয়াহিদ খান সংকেত, প্রচার সম্পাদক  জিনাত জাহান নিশা, পাঠচক্র ও প্রকাশনা সম্পাদক হাসান অমিত, পরিকল্পনা ও গবেষণা সম্পাদক শোভন চক্রবর্তী, কর্মশালা ও অনুষ্ঠান সম্পাদক নির্বাচিত হন আজামা শানুহু মৃন্ময়ী। নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হন নাজমুল রিগান, শহিদ মৃধা, জারিন তাসনিম তুনতুন, ফাতিমা তুজ-জান্নাত অনন্যা, জেরিন চাকমা এবং প্রধান নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন অনিক কুমার।

আরশিনগরের সাংগঠনিক, সাংস্কৃতিক ও দার্শনিক অভিপ্রায়কে সঠিকভাবে দিক-নির্দেশনা দেওয়ার লক্ষ্যে রাষ্ট্রের প্রথিতযশা নাগরিকদের মধ্যে থেকে পাঁচজনকে নির্বাহী পর্ষদ দুই বছরের জন্য উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত করেন। এবারও তেমন পাঁচজন গুণী ব্যক্তিত্বকে আরশিনগর তাদের উপদেষ্টা হিসেবে পেয়েছে। তারা হলেন- প্রথিতযশা আবৃত্তিশিল্পী, অভিনেতা ও শিক্ষক ভাস্বর বন্দ্যোপাধ্যায়, সৃজনশীল চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান, বিশিষ্ট উন্নয়ন কর্মী ফারুক আহমেদ, কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর এবং সাংবাদিক, কবি ও মননশীল পাঠকদের অনলাইন সংবাদমাধ্যম সুখবর ডটকমের সম্পাদক ও প্রকাশক খোকন কুমার রায়।

নতুন নতুন প্রযোজনা এবং সাংগঠনিক শক্তিকে জোরদার করার প্রতিশ্রুতি আরশিনগরের ১৫ সদস্যের নতুন নির্বাহী পর্ষদ জানায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নাট্যদল আরশিনগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন