শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

রাজধানীতে যান চলাচল অনেকটা বেড়েছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠছেন রাজধানীবাসী। ঢাকার বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতিসহ যান চলাচল অনেকটা বেড়েছে। কোথাও কোথাও দেখা গেছে যানজট।

বৃহস্পতিবার (৮ই আগস্ট) বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে রাজধানীসহ সারাদেশে থমথমে অবস্থা বিরাজ করছে।ওইদিন রাত থেকে রাজধানীতে যান চলাচল করলেও তা ছিল খুবই সীমিত। সাধারণ মানুষের চলাচলও সেভাবে ছিল না। মঙ্গলবার (৬ই আগস্ট)  থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। সড়কে মানুষের চলাচল ও যানবাহনের সংখ্যা বাড়তে থাকে।

গতকাল বুধবার (৭ই আগস্ট) রাজধানীতে যান চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বেশ উল্লেখযোগ্য ছিল। আজ বৃহস্পতিবার (৮ই আগস্ট) সেই চিত্র আরও বদলেছে। রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বেড়েছে। কর্মদিবস হওয়ায় সকাল থেকে দেখা গেছে অফিসগামী মানুষের ভিড়।

আরো পড়ুন : সড়কে শৃঙ্খলায় শিক্ষার্থীরা, চলতে হচ্ছে নিয়ম মেনে

আজ ভোর থেকেই সড়কে মানুষের উপস্থিতি দেখা যায়। বাস, সিএনজি-চালিত অটোরিকশার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ব্যক্তিগত গাড়ি। আজও অলিগলির পাশাপাশি প্রধান সড়কে ব্যাটারি-চালিত রিকশার দৌরাত্ম্য দেখা গেছে।

রাজধানীর একজন বাসের চালক গণমাধ্যমকে জানান, আজ সকাল থেকে অফিসগামী মানুষ অনেক বেশি। বাংলামোটর, ফার্মগেটসহ বিভিন্ন জায়গায় অনেকক্ষণ সিগন্যালে থাকতে হয়েছে।

আজমেরী-গ্লোরী পরিবহনের একটি বাসের চালকের সহকারী গণমাধ্যমকে জানান, দিনে অনেক যাত্রী পাওয়া যাচ্ছে। তবে সন্ধ্যার পর কম। গতকাল সন্ধ্যার পর দুইটা ট্রিপে যাত্রী পেয়েছি অনেক কম।

রাজধানীর একজন রিকশাচালক গণমাধ্যমকে জানান, দোকানপাট খোলায় মানুষজন বের হয়েছেন। সকাল থেকে ভাড়াও পেয়েছি ভালো।

এদিকে গতকালের মতো আজও ট্রাফিক পুলিশের অনুপস্থিতে বিভিন্ন সড়কে যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থীরা।

এস/

রাজধানী যান চলাচল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250