ছবি: সংগৃহীত
সারা ভারতের দর্শক টানতে দক্ষিণ ইন্ডাস্ট্রি বিভিন্ন ভাষায় সিনেমা মুক্তি দিচ্ছে। এ তালিকায় তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, ইংরেজি থাকলেও বাংলা এতদিন ছিল না। এবার সেই আক্ষেপও ঘুচতে যাচ্ছে। কন্নড় সিনেমা কান্তারার প্রিকুয়েল ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’ অন্যান্য ভাষার পাশাপাশি মুক্তি পাবে বাংলায়ও। খবর বলিউড হাঙ্গামার।
২০২২ সালে ঋষভ শেঠি পরিচালিত ‘কান্তারা’ রেকর্ড গড়েছিল কন্নড় ইন্ডাস্ট্রিতে। ১৬ কোটি রুপিতে বানানো সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ৪০০ কোটির বেশি। এ সাফল্যের পর ঘোষণা আসে প্রিকুয়েলের। কান্তারার আগের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’।
আগামী ২রা অক্টোবর মুক্তি পাচ্ছে ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’। গতকাল সোমবার (৭ই জুলাই) ঋষভ শেঠির জন্মদিন উপলক্ষে ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে দেওয়া হলো মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দির পাশাপাশি বাংলাতেও প্রকাশ করা হয়েছে সিনেমার পোস্টার।
জে.এস/
খবরটি শেয়ার করুন