ছবি: সংগৃহীত
বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমিকে শীঘ্রই ‘শোটাইম’ ওয়েব সিরিজে দেখা যাবে। জুটি বেঁধেছেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়ের সঙ্গে।
সম্প্রতি করণ জোহর প্রযোজিত এই ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ পেয়েছে। আর এতে মৌনি-ইমরানের চুম্বন দৃশ্যে যেন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় বইছে। বলিউডের অন্ধকার রহস্যের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিরিজটি।
আরো পড়ুন: তিনি একজন নির্লজ্জ মানুষ : জায়েদ খান
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিহির দেশাই ও অর্চিত কুমার এর পরিচালিত ডিজনি প্লাস হটস্টার-এর আসন্ন ওয়েব সিরিজ ‘শোটাইম’ প্রিমিয়ারের আগেই ইমরান ও মৌনির উষ্ণ চুম্বনের দৃশ্যে ইতিমধ্যে রীতিমতো তোলপাড় নেটদুনিয়ায়।
সিরিজটি ৮ই মার্চ, ২০২৪-এ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।এতে আরও অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, রাজীব খান্ডেলওয়াল, বিজয় রাজ এবং শ্রিয়া শরণ।
সূত্র:হিন্দুস্তান টাইমস
এসি/ আই.কে.জে/