রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল *** জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান: আমীর খসরু মাহমুদ চৌধুরী *** মৌলিক সংস্কার না হলে গণতান্ত্রিক উত্তরণ হবে না: বদিউল আলম মজুমদার *** মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা *** জুলাই গণ-অভ্যুত্থানে মূল লক্ষ্য ছিল ‘অভ্যন্তরীণ পরাধীনতামুক্ত’ রাষ্ট্র গঠন: ফরহাদ মজহার *** গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা *** জুলাই শহীদ পরিবারের জন্য ৮০৪টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প একনেকে উঠছে রোববার *** চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল *** মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার করবে রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা *** প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ১৪টি দলের বৈঠক আজ

কীভাবে বুঝবেন আপনার ফোনে কেউ আড়ি পাতছে কিনা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

অসংখ্য মানুষের ফোন আজকাল নানাভাবে, নানা কারণে ট্যাপ করা হচ্ছে। স্মার্টফোনের যুগে ফোন ট্যাপ করাটা আরও সহজ! কারণ, এর জন্য আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক হ্যাক করার প্রয়োজন হবে না। হ্যাকাররা শুধু আপনার ফোনের ভালনেরাবিলিটি বা দুর্বলতা খুঁজে বের করে সহজেই আপনার ফোনকে ‘ট্যাপিং ডিভাইজ’-এ পরিণত করে ফেলতে পারে। কিন্তু কী করে বুঝবেন আপনার ফোনে কেউ আড়ি পাতছে কি না? আসুন জেনে নেওয়া যাক এমন কিছু সংকেত, যেগুলো সঠিকভাবে লক্ষ করলে আপনি সহজেই বুঝে যাবেন আপনার ফোন কেউ ট্যাপ করেছে কি না!

অস্বাভাবিক শব্দ: কেউ যদি ফোন কলের সময় ক্লিক, স্ট্যাটিক বা প্রতিধ্বনির মতো অদ্ভুত শব্দ শুনতে পান তবে এটি নজরদারি সরঞ্জামের হস্তক্ষেপের লক্ষণ হতে পারে।

ফোন অতিরিক্ত গরম হওয়া: কারো ফোন যদি অতিরিক্ত গরম হয়; বিশেষ করে যখন ফোন ব্যবহার করা হয় না তখনও। তাহলে এটি স্পাইওয়্যার বা নজরদারি সফ্টওয়্যারের ব্যবহার করা হতে পারে।

ডেটা ব্যবহার বেড়ে যাওয়া: কারো ফোনে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ডেটা ব্যবহার বেড়ে যাওয়া ফোন ট্যাপের কারণ হতে পারে। কারণ কোনো অননুমোদিত অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর অজান্তেই ডেটা প্রেরণ করে থাকতে পারে।

আরো পড়ুন : ফেসবুক ব্যবহার না করার পরামর্শ!

ফোন রিস্টার্ট হতে সময় নেওয়া: যদি কারো ফোন বন্ধ হতে বা রিস্টার্ট হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। তাহলে নজরদারি কোনো সফ্টওয়্যার ব্যাকগ্রাউন্ডে চলতে পারে। এটি স্বাভাবিক ক্রিয়াকলাপকে বাধা দিচ্ছে এমন একটি চিহ্ন হতে পারে।

অস্বাভাবিক মেসেজ পাওয়া: অস্বাভাবিক মেসেজ, সতর্কতা বা বিজ্ঞপ্তি পাওয়া। বিশেষ করে যেগুলি এলোমেলো অক্ষর বা কোনো চিহ্ন থাকতে পারে। এরকম হলে বুঝতে হবে ডিভাইসটিকে কেউ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

কলের সময় অদ্ভুত আচরণ: যদি কলের সময় ফোন অস্বাভাবিক আচরণ করে, যেমন ড্রপিং, অপ্রত্যাশিতভাবে কল করা বা কল বিকৃতির সম্মুখীন হওয়া। এসব ফোন ট্যাপিংয়ের ইঙ্গিত দেয়। সতর্ক হোন, হতে পারে কেউ নজর রাখছে আপনার ফোনে।

অচেনা ডিভাইসের কানেকশন: ফোনের ব্লুটুথ, ওয়াইফাই বা হটস্পটে অচেনা ডিভাইসের কানেকশন দেখা দিতে পারে। ফোনের নেটওয়ার্ক কার্যকলাপ সন্দেহজনক সংযোগ বা অননুমোদিত ডাটা ট্রান্সফার শনাক্ত করতে সাহায্য করতে পারে। যা ফোন ট্যাপ করার প্রচেষ্টার ইঙ্গিত দেয়।

এস/ আই.কে.জে/

ফোন ট্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন