ছবি: সংগৃহীত
ইসরায়েল ও সিরিয়া একটি যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি হয়েছে বলে গতকাল শুক্রবার (১৮ই জুলাই) জানিয়েছেন তুরস্কে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত। সিরিয়ার দ্রুজ–অধ্যুষিত এলাকায় কয়েক দিন ধরে রক্তক্ষয়ী সংঘাত চলছিল। সংঘাতে এ পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। খবর রয়টার্সের।
ইসরায়েল গত বুধবার (১৬ই জুলাই) সিরিয়ার রাজধানী দামেস্ক ও দক্ষিণের সুয়েইদা অঞ্চলে বিমান হামলা চালায়। এ সময় সুয়েইদা থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে নেওয়ার দাবি জানায় ইসরায়েল। দেশটির দাবি, তারা সিরিয়ার দ্রুজ সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার জন্য এ হামলা চালিয়েছে। সম্প্রদায়টি ছোট হলেও বেশ প্রভাবশালী। দ্রুজদের একটি অংশ ইসরায়েল ও লেবাননে বসবাস করে।
তুরস্কে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত টম ব্যারাক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র ত্যাগ করার এবং অন্য সংখ্যালঘুদের নিয়ে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়া গড়ার আহ্বান জানিয়েছি।’
টম ব্যারাক আরও বলেন, ‘তুরস্ক, জর্ডান ও প্রতিবেশী দেশগুলো–সমর্থিত একটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও সিরিয়া।’ ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস ও সিরীয় কনস্যুলেট এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
খবরটি শেয়ার করুন