শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাহফুজ-সারজিসরা গণ–অভ্যুত্থানের প্রকৃত নায়ক নন, যা বললেন মুজাহিদুল ইসলাম সেলিম *** মানুষের শরীরে শূকরের যকৃৎ, চীনা চিকিৎসকদের সাফল্য *** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই *** সেফ এক্সিটকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, বিব্রত কোনো কোনো উপদেষ্টা *** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী

আমেরিকার সঙ্গে ইরানকে পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান ইউরোপের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ২১শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থার নিরসনে আমেরিকার সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার (২০শে জুন) সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় দেশগুলো ইরানের প্রতি এ আহ্বান জানায়। খবর এএফপির।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক শেষে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেন, আজকের জন্য ভালো খবর হলো, আমরা এ ধারণা নিয়ে আলোচনা কক্ষ ত্যাগ করেছি যে, ইরান গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করতে প্রস্তুত রয়েছে। আলোচনা ফলপ্রসূ হতে আমেরিকার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ’। 

ব্রিটেন, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ বিবৃতিতে এসব কথা জানান তিনি। এদিকে, ইসরায়েল ইরানে হামলা অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে এ ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন ইউরোপীয় নেতারা।

জেনেভায় অনুষ্ঠিত ওই বৈঠকের পর চার পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ ভাষায় যৌথ বিবৃতিটি পাঠ করেন। তবে আশাবাদ ব্যক্ত করা হলেও বিবৃতিতে কোন তাৎপর্যপূর্ণ অগ্রগতির কথা উল্লেখ করা হয়নি।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, আমরা ইরানের সঙ্গে চলমান আলোচনা অব্যাহত রাখতে আগ্রহী এবং ইরানকে আমেরকিার সঙ্গেও তাদের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাই। এটি একটি সংকটপূর্ণ মুহূর্ত। আমরা চাই না এ সংঘাত আরও আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়ুক।’

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, ’ইরানের পারমাণবিক সমস্যার কোনো সুনির্দিষ্ট সমাধান সামরিক উপায়ে সম্ভব নয়। সামরিক অভিযান এটিকে বিলম্বিত করতে পারে, কিন্তু নির্মূল করতে পারে না। বাইরের চাপ দিয়ে কোনো দেশের সরকার পরিবর্তনের চেষ্টা করা ভুল ও বিপজ্জনক। নিজেদের ভবিষ্যৎ ঠিক করার অধিকার ওই দেশের মানুষেরই ‘

বারো আরও জানান, আমরা ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি, যদি তারা আমেরিকাসহ সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করেন, তবে চলমান হামলা বন্ধ হবে বলে আশা করছি।

ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বলেন, ‘এ আঞ্চলিক উত্তেজনা কারও জন্যই মঙ্গলজনক নয়। আমাদের উচিত আলোচনা চালিয়ে যাওয়া।’

গত সপ্তাহের শুক্রবার (১৩ই জুন) থেকে ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করেছে। তারা বলছে, তেহরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করতে পারে, সে উদ্দেশ্যেই হামলা চালানো হচ্ছে। যদিও ইরান বরারবই এ অভিযোগ অস্বীকার করে আসছে। 

আরএইচ/

ইউরোপীয় ইউনিয়ন ইরান-ইসরায়েল যুদ্ধ ইরানের পারমাণবিক কার্যক্রম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250