রবিবার, ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমেছে করোনা শনাক্তের সংখ্যা, মৃত্যু নেই *** সোমবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় *** পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে বাংলাদেশ *** কক্সবাজারে সাগরের উত্তাল ঢেউ, তবু লাখো পর্যটকের ভিড় *** ভোমরা স্থলবন্দর দিয়ে এক বছরে রেকর্ড পরিমাণ হলুদ আমদানি *** চোখধাঁধানো গোল করা মেসিকে প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন কোচ *** ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র *** বিশেষ বিমানে ২৫০ জনকে সীমান্তে এনেছে ভারত, শিগগিরই বাংলাদেশে ‘পুশইন’ *** ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র বরখাস্ত, নেতানিয়াহুর স্ত্রীর সঙ্গে বিরোধের গুঞ্জন *** যুদ্ধের পর পবিত্র আশুরায় প্রথম জনসমক্ষে এলেন খামেনি

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্টারমারকে চাপ দেবেন মাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

ছবি: এএফপি

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে চাপ দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ব্রিটেনে আসন্ন রাষ্ট্রীয় সফরের সময় বিষয়টি নিয়ে সরাসরি কিয়ার স্টারমারের সঙ্গে কথা বলবেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

প্রসঙ্গত, আগামী সপ্তাহে তিনদিনের সফরে লন্ডনে যাচ্ছেন মাখোঁ। এ সময় তিনি উভয় কক্ষের সংসদ সদস্যদের উদ্দেশে ভাষণ দেবেন এবং স্যার কিয়ারের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এর পাশাপাশি এ সফরের মূল নীতিগত ঘোষণা হতে যাচ্ছে একটি ‘ওয়ান ইন, ওয়ান আউট’ অভিবাসী প্রত্যাবাসন চুক্তি, যা ইংলিশ চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় রেকর্ডসংখ্যক অভিবাসী আগমনের ইস্যু মোকাবিলায় তৈরি করা হচ্ছে।

একই সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রকল্পে যৌথ কাজ এবং ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধবিরতির পর একটি ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনী গঠনের পরিকল্পনাও ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নিয়েও গভীর আলোচনা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকারের একাধিক সূত্র। যদিও প্রকাশ্যে উভয় দেশ বলছে, সঠিক সময়ে এ পদক্ষেপ নেওয়া হবে। তবে এর ‘সময় ও কৌশল’ নিয়ে ডাউনিং স্ট্রিট ও এলিসি প্রাসাদের মধ্যে মতভেদ রয়েছে।

এমানুয়েল মাখোঁ কিয়ার স্টারমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন