ছবি: এএফপি
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে চাপ দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ব্রিটেনে আসন্ন রাষ্ট্রীয় সফরের সময় বিষয়টি নিয়ে সরাসরি কিয়ার স্টারমারের সঙ্গে কথা বলবেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
প্রসঙ্গত, আগামী সপ্তাহে তিনদিনের সফরে লন্ডনে যাচ্ছেন মাখোঁ। এ সময় তিনি উভয় কক্ষের সংসদ সদস্যদের উদ্দেশে ভাষণ দেবেন এবং স্যার কিয়ারের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এর পাশাপাশি এ সফরের মূল নীতিগত ঘোষণা হতে যাচ্ছে একটি ‘ওয়ান ইন, ওয়ান আউট’ অভিবাসী প্রত্যাবাসন চুক্তি, যা ইংলিশ চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় রেকর্ডসংখ্যক অভিবাসী আগমনের ইস্যু মোকাবিলায় তৈরি করা হচ্ছে।
একই সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রকল্পে যৌথ কাজ এবং ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধবিরতির পর একটি ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনী গঠনের পরিকল্পনাও ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নিয়েও গভীর আলোচনা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকারের একাধিক সূত্র। যদিও প্রকাশ্যে উভয় দেশ বলছে, সঠিক সময়ে এ পদক্ষেপ নেওয়া হবে। তবে এর ‘সময় ও কৌশল’ নিয়ে ডাউনিং স্ট্রিট ও এলিসি প্রাসাদের মধ্যে মতভেদ রয়েছে।
খবরটি শেয়ার করুন