ছবি: সংগৃহীত
ইরান এখনো পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিকভাবে পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনেরও অনুমতি দেয়নি ইরান। এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর আল জাজিরার।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আমেরিকা ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ‘ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে গেছে’। তবে তিনি এটাও বলেন, ‘ইরান ভিন্ন কোনো স্থানে কর্মসূচি আবার শুরু করতে পারে।’ ট্রাম্প বলেন, ‘তাদের যদি আবার শুরু করতে হয়, তাহলে সেটা অন্য কোনো জায়গা থেকে করতে হবে। আর তারা যদি সত্যিই শুরু করে, তাহলে সেটা হবে বড় সমস্যা।’ তিনি বলেন, ইরান পারমাণবিক কর্মসূচি আবার শুরু করলে তা ‘মেনে নেওয়া হবে না’।
ট্রাম্প জানান, সোমবার (আগামীকাল ৭ই জুলাই) হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হবে, যেখানে গাজা যুদ্ধবিরতি প্রধান আলোচ্য বিষয় হলেও ইরান প্রসঙ্গেও আলোচনা হবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন