শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

পূজার ছুটিতে ৪ তারকা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বছর ঘুরে আবার এসেছে শারদীয় দুর্গাপূজা। সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের জন্য অন্যরকম আমেজ বিরাজ করছে। পূজার ছুটিতে অনেকেই নানা জায়গায় গিয়েছেন। এই ধারাবাহিকতায় শোবিজ তারকারাও পূজার ছুটিতে ঘুরে বেড়াচ্ছেন। পূজার ছুটি নিয়ে কথা বলেছেন বিদ্যা সিনহা মিম, মৌটুসী বিশ্বাস, সুষমা সরকার ও মন্দিরা চক্রবর্তী।

বিদ্যা সিনহা মিম বলেন, 'পূজার ছুটিতে রাজশাহী গিয়েছি। আমার দাদা ও নানাবাড়ি রাজশাহীতে। এবার একটু বিরতি দিয়েই সেখানে গিয়েছি মা-বাবার সঙ্গে। পূজার ছুটিতে খুব ভালো সময় পার করছি। খুব ভালো সময় কাটাচ্ছি। কয়েকবছর পর এসেছি, তাই একটু বেশি আনন্দ লাগছে।'

তিনি বলেন, 'ছোটবেলার পূজার আনন্দ মানেই রাজশাহীর পূজা। এখানে এলে সেই দিনগুলোতে ফিরে যাই। অনেক মানুষের সঙ্গে দেখা হয়। এটা আসলে পূজার জন্যই হয়। ছোটবেলার মতো পূজার আনন্দ আর পাব না। ছোটবেলায় খুব আনন্দ করতাম, হইচই করতাম। গ্রামের বাড়িতে বিরাট উৎসব লেগে থাকত।'

মৌটুসী বিশ্বাস জানান, 'এবারের দুর্গাপূজায় ঢাকায় আছি। একটা বিরতি দিয়ে ঢাকা শহরেই পূজা উদযাপন করছি। এই সময়টায় অন্যরকম ভালো লাগা কাজ করে। আমার বাড়ি খুলনা জেলার তেরোখাদা উপজেলায়। অন্যদিকে জীবনের অনেকগুলো বছর কেটেছে চট্টগ্রাম শহরে। কাজেই শারদীয় পূজার স্মৃতি দুই জায়গায়ই রয়েছে।'

তিনি বলেন, 'খুলনার তেরোখাদা উপজেলায় আমাদের গ্রামের পূজায় অনেক আনন্দ হয়। অনেক মানুষ আসেন দূর থেকে। আমাদের বাড়ির কাছেই মন্দির। সেখানে প্রচুর ভিড় হয়। পূজার আনন্দটা ভালো লাগে। পূজার সময় বাড়ির কাছে মেলা বসে। গ্রামের স্কুলমাঠেও মেলা বসে। মেলায় মিষ্টির দোকান বসে। ওখানে বসেই মিষ্টি বানায়। আমার মেয়ে খুব আনন্দ পায় মেলায় গিয়ে।'

সুষমা সরকার জানান, আমার গ্রামের বাড়ি ধামরাই। লম্বা বিরতি দিয়ে সেখানে পূজার ছুটিতে যাই। তবে, এবারের পূজায় ঢাকাতে আছি। আমার শুটিং ছিল, সেজন্য পূজার ছুটিতে দূরে যাওয়া হয়নি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাচ্ছি। গতকাল উত্তরায় গিয়েছি একটি জায়গায়। সবাই মিলে অনেক আনন্দ করেছি। আজ আরেকটি জায়গায় যাওয়ার কথা আছে। আসলে পূজা মানে আনন্দ, পূজা মানে উৎসব।

তিনি বলেন, 'একবছর পর শারদীয় পূজা আসে, কাজেই সবার সঙ্গে আনন্দ ভাগ নিতে চাই। আমার কাছে অবশ্য ধামরাইতে কাটানো পূজার দিনগুলো বেশি ভালো লাগে। একটা বড় উৎসব লেগে থাকত। শহরে তা পাই না। নাগরিক জীবনে বারবার ধামরাইয়ের গ্রামের পূজা আমাকে নস্টালজিক করে।'

মন্দিরা চক্রবর্তী জানান, আমি বরাবর খুলনায় থাকি পূজার ছুটিতে। সেখানে নিজের বাড়িতেই পূজার আয়োজন হয়। কিন্তু, এবার প্রথমবার ঢাকায় পূজার ছুটি কাটাচ্ছি। পূজার আনন্দ মানেই খুলনা। ওখানেই আমার বাড়ি। নিজেদের বাড়িতে পূজা হয়ে আসছে অনেক বছর ধরে। কতশত স্মৃতি ওই পূজাকে ঘিরে। এবার খুলনার পূজা মিস করছি খুব। ঢাকায় বিভিন্ন মণ্ডপে যাচ্ছি। বন্ধুদের সঙ্গে ঘুরছি। আড্ডা দিচ্ছি। এটাও নতুন ধরনের একটা অভিজ্ঞতা। তারপরও ভালোই লাগছে।

জে.এস/

শারদীয় দুর্গাপূজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যাকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা আসামি, দুই বছর পর সেই নারীকে পাওয়া গেল জীবিত!

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

আটক ফ্লোটিলার অধিকারকর্মীদের মুখের ওপর ‘সন্ত্রাসী’ বলে তিরস্কার করলেন ইসরায়েলি মন্ত্রী

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

আপত্তিকর ভিডিও! গুগল-ইউটিউবের কাছে ৪ কোটি রুপি দাবি অভিষেক–ঐশ্বরিয়ার

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

দ্বিরাষ্ট্রীয় সমাধানের শর্তেই কেবল ট্রাম্পের গাজা প্রস্তাব মানতে প্রস্তুত রাশিয়া: পুতিন

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

হংকংয়ে শীর্ষ মার্কিন কূটনীতিককে ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে’ চীনের কড়া বার্তা

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

Footer Up 970x250