সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

করমুক্ত আয়ের সীমা বাড়ানো ঠিক হবে না : এনবিআর চেয়ারম্যান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, বাংলাদেশ দরিদ্র দেশ। সবাইকেই যার যার সামর্থ্য অনুযায়ী দেশের প্রয়োজনে অবদান রাখতে হবে। দেশে বর্তমানে সর্বনিম্ন কর সীমা সাড়ে তিন লাখ টাকা। এতে কর দিতে হয় ৫ হাজার টাকা। এটা খুব বেশি নয়। সবাইকেই জাতি গঠনের কাজে সম্পৃক্ত হতে হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে ই-রিটার্ন সার্ভিস সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, করমুক্ত আয়ের সীমার সিলিং আরও তুলে দেয়া হলে করদাতাদের বড় একটা অংশ ট্যাক্সনেটের বাইরে চলে যাবে। আমাদের ট্যাক্সনেট এমনিতেই খুবই ছোট। আমাদের দেশের মানুষের মাত্র ৫.২ শতাংশ করদাতা।

আরো পড়ুন : ‘সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ইলিশ রপ্তানি, ইমোশনাল কথা বলে লাভ নেই’

ট্যাক্সনেট আরও ছোট করা ঠিক হবে না জানিয়ে চেয়ারম্যান বলেন, আমাদের এক কোটি চার লাখ টিনধারী রয়েছেন। যাদের মধ্যে মাত্র ৪৪ লাখ রিটার্ন দাখিল করেন। এদের মধ্যে বেশিরভাগই আবার কর দেন না। তাই সর্বনিম্ন করমুক্ত আয়ের সীমা আরও বাড়ানো ঠিক হবে না।

তিনি আরও বলেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ করার ব্যাপারে এনবিআর অঙ্গীকারবদ্ধ। আমরা ধীরে ধীরে সব ঠিক করছি। সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় স্থাপন করা হচ্ছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। যারা করফাঁকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবোই। করফাঁকি যারা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস/ আই.কে.জে/


এনবিআর চেয়ারম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন