ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে ‘নো কিংস’ শিরোনামে ব্যাপক বিক্ষোভে অংশ নিয়েছেন লাখো মানুষ। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলেসসহ দেশজুড়ে আয়োজিত এই আন্দোলনে প্রায় ৭০ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন।
এমন বিক্ষোভের প্রতিক্রিয়ায় ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাকে রাজা বলা হচ্ছে। কিন্তু আমি রাজা নই।’ তিনি বলেন, ‘দেশকে পুনর্গঠনের জন্য যেসব পদক্ষেপ নিচ্ছি, তা দেশের প্রয়োজনেই।’
তবে সমালোচকদের মতে, ট্রাম্প প্রশাসনের অনেক পদক্ষেপই অসংবিধানিক এবং গণতন্ত্রের জন্য হুমকি। হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প একাধিক নির্বাহী আদেশ জারি করে ফেডারেল সরকারের বিভিন্ন বিভাগ বিলুপ্ত বা সীমিত করেছেন, এমনকি রাজ্য গভর্নরদের আপত্তি উপেক্ষা করে শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন।
তিনি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিজের ‘রাজনৈতিক শত্রুদের’ বিরুদ্ধে মামলা করার নির্দেশও দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। নিউইয়র্কের বিক্ষোভে অংশ নেওয়া লেখক বেথ জ্যাসলফ বলেন, ‘দেশে স্বৈরাচারের দিকে ঝুঁকে পড়া দেখে আমি ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। তবে এত মানুষকে একসঙ্গে দেখে আশাবাদী হয়েছি।’
খবরটি শেয়ার করুন