মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সবার জন্য ভালোবাসা জানালেন বুবলী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০১৬ সালে তিনি ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী । শাকিব খানের সঙ্গে পরপর ডজনখানেক সিনেমা উপহার দিয়ে ঢালিউডে নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন। দেশের গণ্ডি পেয়ে কলকাতার ছবিতে কাজ করছেন তিনি। বর্তমানে ‘ফ্ল্যাশব্যাক’ ছবির শুটিং শেষে দেশে ফিরেছেন এই নায়িকা।

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। এতে বুবলীর সহশিল্পী হিসেবে থাকবেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস।

আরো পড়ুন: দুই দশক পর অস্কারে যুক্ত হলো নতুন শাখা

সম্প্রতি নিজের ফেসবুক দেয়ালে একটি ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা। সেখানে দেখা গেল ভিন্ন চিত্র। তাকে ঘিরে ভিড় জমিয়েছে ভক্তরা। ভিডিওর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘সবার জন্য ভালোবাসা, চলছে সিনেমার শুটিং।’ তবে কোন সিনেমার শুটিং চলছে তার জানান নি এই নায়িকা।

গেল বছর ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি চার সিনেমা দিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন বুবলী। বর্তমানে ব্যক্তিগত জীবনের সেইসব আলোচনা দূরে সরিয়ে ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তারহতে রয়েছে ‘পুলসিরাত’, ‘দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ বেশ কয়েকটি সিনেমা।

এসি/


বুবলী ভালোবাসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250