বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

ভালোবাসা দিবসে প্রিয় মানুষটিকে যে উপহার দিতে পারেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আর মাত্র ক’দিন পরেই ভালোবাসা দিবস। দিনটি অবশ্য সবাই পালন করেন না। কেউ বা আবার এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সারা বছর ধরে। ভালোবাসা সুন্দর। দিবস পালন না করা হলেও এটি সুন্দর। আবার বছরে যদি একটি দিন ভালোবাসার মানুষটির জন্য বিশেষভাবে উদযাপন করা হয়, তাও অসুন্দর নয়।

আপনি যদি সেই দলের হন, যারা ভালোবাসা দিবস পালন করার পক্ষপাতী, তাহলে প্রিয় মানুষটিকে এই দিনে চমকে দেওয়ার জন্য কিছু না কিছু উপহার তো রাখতেই হয়। তবে কী দিলে সে সবচেয়ে খুশি হবে তা ঠিক করতে হবে আপনাকেই।  চলুন জেনে নেওয়া যাক-

একজন আধুনিক মানুষ মানেই তিনি বই পড়তে পছন্দ করবেন। বই পড়ার অভ্যাস সবচেয়ে পুরনো এবং আধুনিক অভ্যাসগুলোর মধ্যে একটি। পৃথিবীর সভ্য সব দেশেই বই পড়ার অভ্যাস রয়েছে। আপনার প্রিয় মানুষটি সম্ভবত বই পড়তে পছন্দ করে থাকবেন। তার পছন্দের লেখক সম্পর্কে জানুন। কোন বইগুলো তার উইশ লিস্টে আছে তাও কৌশলে জেনে নিন। এরপর ভালোবাসার দিনে তাকে সেই বইগুলোই উপহার দিন। এতে সে দারুণ চমকে যাবে।

পোশাকের সঙ্গে মিলিয়ে নানা এক্সেসরিজের দরকার হয়। তার এই মুহূর্তে কী দরকার তা জেনে নিন। হতে পারে তা ঘড়ি, জুতা, টাই, গয়না, প্রসাধনী এ ধরনের যেকোনো কিছু। সব সময় খেয়াল রাখবেন, আপনি তাকে যা দিচ্ছেন তা যেন একইসঙ্গে চমকপ্রদ এবং দরকারি হয়। নয়তো সেই জিনিসের বেশিদিন কদর থাকবে না। আবার আপনার অর্থেরও অপচয় হবে। তাই কষ্টের টাকায় যেহেতু উপহার কিনে দেবেন, তার কাজে লাগে এমনকিছুই দিন।

আরো পড়ুন: সাদা নাকি রঙিন ফুলকপি, যেটিতে বেশি পুষ্টি

এটি আরেকটি প্রয়োজনীয় জিনিস। বর্তমান স্মার্ট জীবনযাপনে নানা ধরনের গ্যাজেটের প্রয়োজন পড়ে। তার হয়তো একটা হেডফোন প্রয়োজন, অথবা প্রয়োজন হতে পারে ট্যাব কিংবা স্মার্টফোন। আপনার সামর্থ্য অনুযায়ী তাকে তার প্রয়োজনীয় গ্যাজেটটি কিনে দিতে পারেন। এতে যেমন তার উপকার হবে, তেমনই আপনার উপহার দেওয়াও সার্থক হবে।

সে কি পোষা প্রাণি পছন্দ করে? তার বাড়িতে কি কখনো বিড়াল পোষার ইচ্ছা পোষণ করেছে কিংবা কবুতর? অনেকেরই এক্ষেত্রে দুর্বলতা থাকে। তার সেরকমটা রয়েছে কি না সেদিকে খেয়াল করুন। তার পছন্দের পোষা প্রাণিটি উপহার দিতে পারেন বিশেষ এই দিনে। এতে তার দিনটি আরও স্মৃতিময় হয়ে থাকবে।

আর কিছু না দিতে পারলেও তাকে কিছু সুন্দর মুহূর্ত উপহার দিন। দু’জনে কিছুটা সময় পাশাপাশি বসে কাটাতে পারেন। কোনো সুন্দর জায়গা থেকে ঘুরে আসতে পারেন কিংবা পছন্দের কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারেন। প্রিয় ফুল উপহার দিতে পারেন । কোন কাজটি আপনাদের জন্য আনন্দদায়ক, তা খুঁজে বের করুন। দু’জনে পাশাপাশি সুন্দর কিছু মুহূর্ত কাটান।

এসি/


ভালোবাসা দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন