মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

ছক্কা মেরে ‘সরি’ বললেন পন্ত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেখে বোঝার উপায় নেই, ঋষভ পন্ত ১৫ মাস পর মাঠে ফিরেছেন। আইপিএলে গতকালও গুজরাট টাইটানসের বিপক্ষে খেলেছেন ৪৩ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস।

দুর্দান্ত এই ইনিংস খেলার পথে পন্ত চার মেরেছেন ৫টি আর ছক্কা ৮টি। এর মধ্যে পন্তের একটি ছক্কায় আহত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন ক্যামেরাম্যান। এ জন্য সেই ক্যামেরাম্যানের কাছে দুঃখও প্রকাশ করেছেন পন্ত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে পন্ত বলেছেন, ‘দুঃখিত, দেবাশীষ ভাই (ক্যামেরাম্যান)। আপনাকে আঘাত করাটা উদ্দেশ্য ছিল না। আমার মনে হয় আপনি ভালোভাবেই সেরে উঠতে পারবেন। শুভকামনা।’ পন্ত ভিডিতে কথা বলার সময়ে তার সঙ্গে ছিলেন দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং।

আরো পড়ুন : বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের দল ঘোষণা

গতকালের ম্যাচে আগে ব্যাটে করে গুজরাটের বিপক্ষে দিল্লি রান করেছিল ২২৪। বড় সংগ্রহ গড়ার পথে ১৬টি ছক্কা মারে দিল্লি, যার ৮টিই আসে পন্তের ব্যাট থেকে। চলতি মৌসুমে এখন পর্যন্ত পন্ত ছক্কা মেরেছেন ২১টি। আইপিএলে ফেরার এই মৌসুমে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে পন্ত তৃতীয় সর্বোচ্চ ৩৪২ রান করেছেন, গড় ৪৮.৮৫ আর স্ট্রাইক রেট ১৬১.৩২। এবারের মৌসুমে একমাত্র উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে হয়েছেন দুবার ম্যাচসেরা। গতকালের আগে আরও একবার এই গুজরাটের বিপক্ষেই ম্যাচসেরা হয়েছিলেন পন্ত।

গতকাল ৮৮ রানের ইনিংস খেলার পথে শুধু মোহিত শর্মার বিপক্ষে শেষ ওভারে ৩০ রানসহ পন্ত করেছেন ৬২ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এক বোলারের বিপক্ষে এক ম্যাচে সর্বোচ্চ রান তোলার রেকর্ড এটি। এর আগে সর্বোচ্চ ছিল ৫৪ রান—২০২৩ সালের পিএসএলে কায়েস আহমেদের বিপক্ষে নিয়েছিলেন উসমান খান।

আইপিএলের চলতি মৌসুমে উইকেটকিপারদের মধ্যে সর্বোচ্চ রান এখন পন্তের। অর্থাৎ বিশ্বকাপে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে জায়গা পাওয়ার দৌড়ে পন্ত ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তো অনেকে বলেই ফেলেছেন, গতকালের ইনিংস খেলে পন্ত যুক্তরাষ্ট্রের টিকিট বুক করে ফেলেছেন।

তবে বিশ্বকাপে জায়গা পান বা না পান, দুর্ঘটনা থেকে মাঠে ফিরে দ্রুত স্বরূপে ফিরেছেন, তাতেই অনেক খুশি হওয়ার কথা পন্তের। তার কথা শুনলেও তেমনটাই মনে হয়। গতকাল ম্যাচ শেষে পন্ত বলছেন, ‘প্রতিদিন আমি একটু একটু করে ভালো অনুভব করছি। শতভাগ দিচ্ছি। প্রতি ঘণ্টায় আমি মাঠে থাকতেই ভালো লাগছে। মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

এস/ আই.কে.জে/



আইপিএল টি-টোয়েন্টি ঋষভ পন্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রাশিয়া

🕒 প্রকাশ: ০৩:১৬ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার

🕒 প্রকাশ: ০১:০৫ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ

🕒 প্রকাশ: ১২:৪৯ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

🕒 প্রকাশ: ১২:৪১ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

Footer Up 970x250