ছবি: সংগৃহীত
৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের এ সংস্করণে নিজেদের সর্বনিম্ন—৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ বৃহস্পতিবার (২৪শে জুলাই) পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারান স্বাগতিকরা।
কিন্তু ইডেন গার্ডেন ৪৩ রানে ছিল ৫ উইকেট। সে বিবেচনায় আজ আরও বেশি নাজুকই ছিল ব্যাটিং। তবে লেজের ব্যাটারদের বাড়িতে নতুন করে লজ্জার রেকর্ড এড়িয়ে যায় বাংলাদেশ। তবে এড়াতে পারেনি হার। আগেই সিরিজ খুইয়ে বসা পাকিস্তান শেষ ম্যাচে পেল ৭৪ রানের সান্ত্বনার জয়।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৬.৩ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অতিথিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বনিম্ন স্কোর বাংলাদেশের। ২-১ ব্যবধানে শেষ হলো সিরিজ।
লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের ৯ ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। সর্বোচ্চ ৩৪ বলে ৩৫ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসে ছিল ২টি করে ছক্কা ও চার। ওপেনার নাঈম শেখ করেছেন ১০ রান। বাংলাদেশের শেষ তিন জুটি ছিল দুই অঙ্কের।
অষ্টম উইকেটে নাসুম-সাইফউদ্দিনের জুটিতে যোগ হয় ২৪ রান। তাতে সর্বনিম্ন স্কোরের শঙ্কা দূর হয়। সাইফউদ্দিনের ইনিংসে চড়ে ১০০ পেরোয় বাংলাদেশ। ১৯ রানে ৩টি উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার সালমান মির্জা, ১৩ রানে ২ উইকেট নেন ফাহিম আশরাফ।
ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই সালমান আলী আগার দলের সামনে। বাংলাদেশের সামনে সুযোগ ছিল টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে ধবলধোলাই করার।
ঢাকার মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শেষ ম্যাচে পাকিস্তানের ব্যাটিং ও বোলিংয়ের বাউন্স থেকে বোঝা যাচ্ছিল, স্পোর্টিং উইকেটই দেওয়া হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সাহিবজাদা ফারহানের ফিফটিতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে পাকিস্তান।
জে.এস/
বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি টি-২০ সিরিজ পাকিস্তান ক্রিকেট দল
খবরটি শেয়ার করুন