বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

নিরাপত্তা কনফারেন্সে যোগ দিতে জার্মানিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আন্তর্জাতিক সিকিউরিটি কনফারেন্স-২০২৪ এ অংশ নিতে জার্মানিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের সিনিয়র ৪৫০ জন ডিসিশন মেকার এতে যোগ দেবেন। ১৬ই ফেব্রুয়ারি থেকে ১৮ই ফেব্রুয়ারি দেশটির ভ্যাবারিয়া প্রদেশের মিউনিখের হোটেল বায়ারিস হোপে- এ কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মিউনিখ পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সফরসঙ্গী থাকবেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদসহ একটি প্রতিনিধি দল।

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর। যার জন্য এ সফর আলাদা গুরুত্ববহন করবে। সেখানে রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মকর্তা ছাড়াও থাকবেন সাংবাদিক, ব্যবসায়ী ও নীতিনির্ধারকরা।

মিউনিখ বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি ও আওয়ামী লীগের নেতারা এবং জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ কনফারেন্সে অংশগ্রহণকারীরা বিশ্বের রাজনীতি, বিজ্ঞান, সমাজ ও সাদা-কালো অর্থাৎ বর্ণ বৈষম্যহীনভাবে সহাবস্থানের পৃথিবী গড়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

তিনি মূল কনফারেন্সের বাইরে বিশ্ব নেতাদের সঙ্গে বিশ্ব নিরাপত্তার ব্যাপারে বৈঠক করার কথা রয়েছে। রোহিঙ্গা শরণার্থী সমস্যা তার মধ্যে একটি বড় ইস্যু হিসেবে আসতে পারে। পাশাপাশি ইউক্রেন ও ইসরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ বন্ধ ও নিরীহ জনগণ, নারী ও শিশুরা যাতে এ যুদ্ধের বলি না হন তারও দাবি জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আনসার সদস্যদের ভূমিকা পালনের আহ্বান

১৬ই ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় স্থানীয় আ.লীগের আয়োজনে একটি নাগরিক সংবর্ধনা আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই জার্মানির বিভিন্ন শহর ও ইউরোপের আ.লীগের নেতাকর্মীরা মিউনিখে আসতে শুরু করেছেন।

অপর দিকে বিএনপির নেতাকর্মীরা এ সরকারকে চর দখলের অবৈধ সরকার দাবি করে, প্রধানমন্ত্রীর অবস্থানস্থল ও কনফারেন্স হলের সামনে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী ১৮ই ফেব্রুয়ারি দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

এসকে/ 

জার্মানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250