ছবি: সংগৃহীত
ব্যাংক হিসেব থেকে নগদ টাকা উত্তোলনের ওপর বাংলাদেশ ব্যাংকের যে সীমা আরোপ করা ছিলো, তা তুলে নেয়া হয়েছে। ফলে এখন থেকে গ্রাহকরা যেকোনোও পরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।
রোববার (৮ই সেপ্টেম্বর) থেকে যেকোনও পরিমাণের অর্থ গ্রাহকরা তুলতে পারবেন বলে শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক।
তিনি বলেন, নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা তুলে নেওয়া হয়েছে। রোববার থেকেই গ্রাহকরা যেকোনও পরিমাণ টাকা তুলতে পারবেন।
গত সপ্তাহে একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা তোলার সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিলো। তার আগের সপ্তাহে এই সীমা ছিলো ৪ লাখ টাকা।
এর আগে, গত ১৭ই আগস্ট অ্যাকাউন্ট থেকে উত্তোলনের সীমা ৩ লাখ টাকা বেঁধে দেওয়া হয়েছিলো। তারও আগে গত ১০ই আগস্ট বলা হয় অ্যাকাউন্ট থেকে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না।
৮ই আগস্ট এক লাখ টাকার বেশি নগদ উত্তোলন করতে পারেনি গ্রাহক।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেউ যাতে টাকা পাচার করতে না পারে, এ জন্য সতর্ক করতে নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দিয়ে আসছিলো কেন্দ্রীয় ব্যাংক।
এরইমধ্যে লুটপাটে জড়িত অনেক ব্যবসায়ী ও রাজনীতিবিদদের ব্যাংক হিসেব জব্দ বা স্থগিত করা হয়েছে। অবশ্য নগদ অর্থ উত্তোলনের সীমা বেঁধে দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা সংকটও অন্যতম কারণ ছিলো বলে জানিয়েছিলো কেন্দ্রীয় ব্যাংক।
ওআ/
খবরটি শেয়ার করুন