রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল *** জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান: আমীর খসরু মাহমুদ চৌধুরী *** মৌলিক সংস্কার না হলে গণতান্ত্রিক উত্তরণ হবে না: বদিউল আলম মজুমদার *** মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা *** জুলাই গণ-অভ্যুত্থানে মূল লক্ষ্য ছিল ‘অভ্যন্তরীণ পরাধীনতামুক্ত’ রাষ্ট্র গঠন: ফরহাদ মজহার *** গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা *** জুলাই শহীদ পরিবারের জন্য ৮০৪টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প একনেকে উঠছে রোববার *** চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল *** মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার করবে রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা *** প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ১৪টি দলের বৈঠক আজ

ফোনের লক দেখে বোঝা যাবে আপনার ব্যক্তিত্ব!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৮ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সাধারণত বেশিরভাগ স্মার্টফোনে তিন ধরনের লক সিস্টেম থাকে—প্যাটার্ন, পিন ও ফিঙ্গারপ্রিন্ট। এখন অবশ্য ফেসলকও থাকে অনেক স্মার্টফোনে। যাহোক, ফোনে কে কোন ধরনের লক ব্যবহার করেন, তা দেখে ব্যক্তিত্ব বোঝা যায় বলে একটা তথ্য চোখে পড়ল একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে। ঘেঁটেঘুঁটে বোঝা গেল, এই তথ্যের পেছনে তেমন শক্ত গবেষণা নেই। তবে ফোনের লকের সঙ্গে নিজের ব্যক্তিত্বের মিল অনেকেই খুঁজে পান বলে দাবি করেছেন। অতএব এই লেখাকে সিরিয়াসলি না নিয়ে স্রেফ মজা হিসেবে নিন। আর মিলিয়ে দেখুন ফোনের লকের সঙ্গে আপনার ব্যক্তিত্বের ধরনে আদতেই কোনো মিল আছে কি না।

ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহারকারীর ব্যক্তিত্ব

স্মার্টফোনে যাঁরা ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করেন, তারা স্বতন্ত্র্য বৈশিষ্ট্যের অধিকারী এবং দৃঢ় আত্মবিশ্বাসী। নতুন অভিজ্ঞতার জন্য তারা মুখিয়ে থাকেন। নতুন পরিবেশ, অবস্থান এবং যেকোনো নতুন কিছুতে সহজে মানিয়ে নিতে পারেন। জীবনে চলার পথে কোনো সুযোগ কিংবা চ্যালেঞ্জ এলে তা লুফে নেন। পরিবর্তিত পরিস্থিতি তারা মোকাবিলা করেন খোলা মনে, আত্মবিশ্বাসের সঙ্গে। অন্যকে প্রভাবিত কিংবা অনুপ্রাণিত করতেও পটু তারা। সহানুভূতিশীল ও সংবেদনশীল হিসেবেও তাদের সুনাম আছে।

আরো পড়ুন : শীত পড়তে আর নেই দেরি, প্রস্তুতি নিন

পিন লক ব্যবহারকারীর ব্যক্তিত্ব

মুঠোফোনে আগে ফিঙ্গারপ্রিন্ট ছিল না। পিন ও প্যাটার্ন লকই ছিল ভরসা। যাঁরা এখনো ফোনে পিন লক ব্যবহার করেন, তারা নিজেদের কাজ করেন অত্যন্ত সংগঠিত ও নিয়মতান্ত্রিকভাবে। কাজ ছোট হোক কিংবা বড়—তাদের কাছে সমান গুরুত্ব পায়। কাজ করেন যথাযথ নিয়ম ও রুটিন মেনে। নতুন কিছু করার চেয়ে নিজের নির্দিষ্ট কাজটা সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা থাকে তাদের। নিজের সবটুকু উজাড় করে দিয়ে সেরাটা বের করে আনতে চান। বিশ্লেষণাত্মক ও যৌক্তিক চিন্তাবিদ হন তারা। এ ধরনের মানুষ সুডোকু কিংবা ধাঁধাজাতীয় খেলা পছন্দ করেন। বুদ্ধিবৃত্তিক সমস্যা সমাধান করে তারা আনন্দ পান।

প্যাটার্ন লক ব্যবহারকারীর ব্যক্তিত্ব

ফিঙ্গারপ্রিন্ট আসার আগে সবচেয়ে বেশি ব্যবহৃত হতো প্যাটার্ন লক। এখনো যাঁদের স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেসলক নেই, তাদের বেশির ভাগই প্যাটার্ন লক ব্যবহার করেন। এই লক ব্যবহারকারীরা আত্মবিশ্বাসী হন। কাজে নতুনত্ব খুঁজে পেতে মরিয়া থাকেন। বেশির ভাগ শিল্পী, ডিজাইনার, লেখক কিংবা সৃজনশীল ব্যক্তি এই কাতারে পড়েন। নিজেদের সৃজনশীলতা ব্যবহার করে নতুন ধারা এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে পারেন তারা। এ ধরনের মানুষের মধ্যে ভালো উদ্যোক্তা হওয়ার গুণও থাকে। এই লক ব্যবহারকারীরা ঝুঁকি নিতে পছন্দ করেন এবং সব সময় নতুনত্ব খোঁজেন। সব সময় নতুন গ্যাজেট এবং প্রযুক্তি তাঁদের খুব টানে।

শেষ কথা

মুঠোফোনের লক দেখে মানুষের ব্যক্তিত্ব বোঝার এই ব্যাপারটা বেশির ভাগের বেলায় হয়তো মিলে যাবে। কারও কারও বেলায় না–ও মিলতে পারে। স্বভাবতই এত সব চিন্তা করে তো আমরা ফোনে লক ব্যবহার করি না। যেটা বেশি সহজ এবং নিরাপদ, সেটাই ব্যবহার করি কিংবা অনেকে বাই ডিফল্ট (মুঠোফোনে যেটা আগে থেকেই দেওয়া থাকে) প্যাটার্নই বেছে নিই। এখন ফিঙ্গারপ্রিন্ট লক–সুবিধা থাকায় অনেকেই এটি ব্যবহার করছি। একইভাবে ফেসলকও জনপ্রিয়তা পাচ্ছে। কারণ, এই দুই পদ্ধতিতে ফোনের লক খুলতে সবচেয়ে কম সময় লাগে। তবে ভিন্ন ঘরানার মানুষও আছে। ফোনে ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস লক থাকার পরও তাঁরা নিজেদের তথ্য সুরক্ষিত রাখার জন্য প্যাটার্ন কিংবা পিন ব্যবহার করেন। কারণ, এই দুই পদ্ধতিতে আপনাকে বোকা বানিয়ে বা ঘুমিয়ে থাকলে লক খোলার কোনো আশঙ্কা থাকে না। নিজের ফোন কতটা সুরক্ষিত রাখতে চান, তার ওপর নির্ভর করেই আপনার ফোনের লক বাছাই করা উচিত।

সূত্র: মিডিয়াম ডটকম

এস/ আই.কে.জে

ফোনের লক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন