বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

ফুলদানির ফুল বেশি সময় তাজা রাখতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালে নানা রঙের ফুল পাওয়া যায়। এসব ফুল দিয়ে ঘর সাজালে দেখতে বেশ ভালো লাগে। সারা বাড়িতে অদ্ভুত এক স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে।  এই ফুল বেশি সময় ধরে তাজা রাখতে পারেন কয়েকটি উপায়ে। যেমন-

১. ফুলদানিতে ফুল রাখতে গেলে কাণ্ড সঠিকভাবে কাটতে হয়। খুব বেশি ছোট করে কাটা যাবে না। কাণ্ডের নিচের অংশটি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে যাতে একটু ছুঁচালোভাব তৈরি হয়। এতে ফুল বেশি সময় ধরে তাজা থাকে।

২. ফুলদানিতে ফুলের কাণ্ড কতটা পানিতে ডুবে রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন কাণ্ডের যে অংশ পারির ভিতরে রয়েছে তাতে যেন কোনও পাতা না থাকে। আবার যে অংশ পানির উপরে রয়েছে তার কোনও পাতা যেন পানিতে ছুঁয়ে না থাকে। কারণ পাতায়ই আগে পচন ধরে।

আরো পড়ুন : পানি কিংবা রোদ ছাড়াই কম্বল পরিষ্কার হবে এই ৩ উপায়ে

৩. দুদিন পর পর ফুলদানির পানি পালটে ফেলুন। চাইলে সকালবেলা উপর থেকে ফুলে হালকা পানি স্প্রে করে দিতে পারেন। এতে ফুল বেশি সময় ধরে ভালো থাকবে।

৪. অ্যাপেল সাইডার ভিনেগার, চিনি আর ব্লিচ ব্যবহার করে ফুল তাজা রাখতে পারেন। এজন্য দুই চামচ অ্যাপেল সিডার ভিনেগার নিন। তাতে দুচামচ চিনি আর অর্ধেক চা চামচ ব্লিচ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার তা ফুলদানিতে ঢেলে দিন। এতে ফুল বেশিদিন ধরে তাজা থাকবে।

৭. ফুলদানি ধোয়ার সময় সতর্ক থাকুন। কোনওভাবে সাবান বা ওয়াশিং পাউডার ফুলে লাগলে ফুল তাড়াতাড়ি পচে যায়।

এস/এসি

ফুল ফুলদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250