ফাইল ছবি (সংগৃহীত)
সারাদেশে সিএনজি স্টেশন খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়ানো হচ্ছে। আগামী বুধবার (১লা জানুয়ারি) থেকে এ নিয়ম কার্যকর হবে।
পেট্রোবাংলা কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী জানুয়ারির এক তারিখ থেকে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহের সময় বাড়ানো হচ্ছে। আগের সময় থেকে এবার আরো দুই ঘণ্টা বাড়ানো হচ্ছে। সেই মোতাবেক সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সিএনজি স্টেশনগুলোর মালিকদের অনুরোধ এবং সিএনজিচালকদের দাবি বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
বর্তমানে সিএনজি স্টেশনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে।
ওআ/কেবি