রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রহ্মপুত্রের উজানে চীনের বাঁধ নির্মাণ শুরু, ভারত-বাংলাদেশের উদ্বেগ *** তারেক রহমানের কথামতো জামায়াতের আমিরকে দেখতে এসেছি: মির্জা ফখরুল *** ভারতের সঙ্গে আফগানিস্তান, শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল *** গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে জীবন, কাটছে আতঙ্ক *** বাসায় ফিরেছেন অভিনেত্রী প্রসূন আজাদের বাবা *** রাজনৈতিক দলকে সেনাবাহিনীর বাস সরবরাহের দাবি নিয়ে যে ব্যাখ্যা দিল আইএসপিআর *** শ্রীলঙ্কাকে ৫ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশ *** অন্তর্বর্তী সরকার কী আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে, প্রশ্ন তারেক রহমানের *** তৃতীয় লিঙ্গের নেহা নামে ভারতে দুই দশক, তিনি ‘বাংলাদেশের আব্দুল’ *** আমি বর্তমানেই আছি, আপনারা নেই: সাংবাদিকদের লিটন

অক্টোবরে আমিরাতে বাংলাদেশকে সিরিজ খেলার আমন্ত্রণ আফগানিস্তানের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান। ফাইল ছবি

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এলো আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।

অক্টোবরের তৃতীয় সপ্তাহে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিসিবি সূত্রে জানা গেছে, এই সিরিজের আগে ফাঁকা সময়ে আফগানিস্তান সিরিজ আয়োজনের পরিকল্পনা জানিয়েছে বাংলাদেশকে। তিন ম্যাচের এই সিরিজের সময়সূচি এখনও চূড়ান্ত নয়।

যদি সিরিজটি মাঠে গড়ায়, তাহলে গত বছরের জুলাইয়ে নির্ধারিত পূর্ণাঙ্গ সিরিজের দ্বিতীয় অংশ সম্পন্ন হবে। সেবার দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের গ্রেটার নয়ডায়। পরে সূচি পরিবর্তন করে অবশ্য শুধু সাদা বলের সিরিজ রাখা হয়। কিন্তু আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি ও বাংলাদেশের ব্যস্ত সূচির কারণে সিরিজটি সময়মতো মাঠে গড়ায়নি।

এরই মধ্যে গত বছরের নভেম্বরে শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে আফগানিস্তান ২–১ ব্যবধানে সিরিজ জিতেছিল। আগামী বছর দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ আয়োজন নিয়েও আলোচনায় রয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জে.এস/

বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি টি-২০ সিরিজ আফগানিস্তান ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন