বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

মশা ও পোকামাকড় ঘরে ঢুকতে পারবে না যেসব গাছ লাগালে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্ষার সময়ে পোকামাকড়, মশা, সাপ-বিছের উপদ্রব বেড়ে যায়। কিন্তু এমনকিছু গাছ আছে যেগুলো বাড়ির আশপাশে লাগালে সাপ-বিছে বাড়ির ত্রিসীমানায়ও আসবে না, ঘরে ঢুকবে না একটা মশাও। চলুন জেনে নেওয়া যাক, মশা ও পোকামাকড় ঘরে ঢুকতে পারবে না যেসব গাছ লাগালে সে সম্পর্কে-

তুলসী গাছ 

তুলসীও বর্ষাকালে পোকামাকড় দূরে রাখতে বেশ কার্যকরী। এর তীক্ষ্ণ গন্ধ সরীসৃপ জাতীয় প্রাণীদের পছন্দ নয়। তাই এগুলো তুলসী থেকে দূরে থাকে। তাই বাড়িকে পোকামাকড়, সাপ ও বিছে থেকে দূরে রাখতে চাইলে অবশ্যই বাড়িতে তুলসী গাছ লাগাতে হবে। এগুলো বাড়ির চারপাশে বা এমনকি ব্যালকনিতেও লাগানো যেতে পারে।

পুদিনা গাছ 

পুদিনা গাছও পোকামাকড়ের শত্রু। পুদিনা গাছ কেবল তার সুগন্ধ এবং স্বাদের জন্যই পরিচিত নয়, এই উদ্ভিদ পোকামাকড় দূরে রাখতেও আশ্চর্যজনকভাবে কার্যকর। খুব সহজেই পুদিনা গাছ একটি পাত্রে বা জানালার আশপাশে কোনো টবে লাগানো যায়।

আরো পড়ুন : হার্ট ভালো রাখতে বাদ দিন এই ৪ খাবার!

নিম গাছ 

নিম গাছের ধর্মীয় গুরুত্ব ছাড়াও আয়ুর্বেদিক গুরুত্ব যেমন রয়েছে, তেমনি এর সামাজিক গুরুত্ব রয়েছে। নিম গাছ বর্ষাকালে ঘর থেকে পোকামাকড় তাড়াতে সাহায্য করে। এই গাছ শুধু তার ঔষধি গুণের জন্যই পরিচিত নয়, এটি পোকামাকড়, সাপ এবং বিছে জাতীয় বিষাক্ত প্রাণীকে দূরে রাখতে অনেক বেশি কার্যকর। এর তিক্ত গন্ধ এসব প্রাণীকে ঘরে আসতে দেয় না।

সিট্রোনেলা গাছ 

যদি বর্ষাকালে পোকামাকড় বা ডেঙ্গু মশা থেকে পরিত্রাণ পেতে অবশ্যই ঘরে সিট্রোনেলা গাছ লাগানো উচিত। এটি বাড়িতে লাগালে খুব সহজেই মশা থেকে মুক্তি পেতে পারেন। গাছটি লাগালে বর্ষার পোকামাকড় থেকেও দূরে থাকা যায়। এটি বাড়ির বাগানেও লাগানো যেতে পারে।

লেমনগ্রাস 

বাড়ির চারপাশে লেমনগ্রাস লাগানো যেতে পারে। অনেকেই এ গাছের চা ও রস পান করেন। যদিও এই উদ্ভিদের গন্ধ খুবই সুন্দর তবে মশা এটি মোটেই পছন্দ করে না।

এস/কেবি

গাছ মশা ও পোকামাকড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন