সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উবারের ভাড়া যখন ১০ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘ভুতুড়ে’ বিল শব্দটি সাধারণত বিদ্যুতের ক্ষেত্রেই প্রচলিত। তবে রাইড শেয়ারিংয়ের মতো আধুনিক স্টার্টআপেও ভুতুড়ে বিল আসবে এমনটি হয়তো কেউ আশা করেন না। এমন আজগুবি বিল পাওয়ার ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের নয়ডায়। 

শুক্রবার (৩০শে মার্চ) দীপক টেঙ্গুরিয়া নামের এক যাত্রী যখন উবারে অটো ‘বুক’করেন তখন ভাড়া দেখিয়েছিল ৬২ টাকা। কিন্তু গন্তব্যে পৌঁছে অটোর ভাড়া দেখে মাথায় বাজ পড়ল যুবকের! ওই যাত্রীকে বিল দেখায় ৭.৬৬ কোটি টাকা। এমন ঘটনার অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করতে ভুলেন নি দীপক।  

আরো পড়ুন: আরব আমিরাতে ঈদ উপলক্ষে ৯ দিনের ছুটি ঘোষণা

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে উবার চালকের সঙ্গে দীপকের ভাড়া নিয়ে কথোপকথন হচ্ছে। মোবাইলে ভিডিওটি করেছেন দীপকের বন্ধু আশিস।

 এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে শেয়ার করা ওই ভিডিওতে দীপককে আশিস বলছেন, ‘কত টাকা ভাড়া দেখাচ্ছে?’ দীপক যখন তার ফোন উঁচু করে দেখান ‘ট্রিপ ফেয়ার’-এ দেখাচ্ছে ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৬৪৭ টাকা!  

পরে ঝড়ের বেগে ভাইরাল হয়ে গেছে ওই ভিডিও। ছড়াচ্ছে মিম। 

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইতোমধ্যে উবার কর্তৃপক্ষও প্রতিক্রিয়া দিয়েছে। তারা দীপকের কাছে ক্ষমা প্রার্থনা করে এই ব্যাপারটি দেখবে বলে জানিয়েছে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এইচআ/ 


ভাইরাল ভিডিও উবার ভুতুড়ে বিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন