বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

‘আমেরিকার সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার নেতা ভারত, এর প্রমাণ তুলসী গ্যাবার্ডের বক্তব্য’

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষক আনু মুহাম্মদ বলেছেন, ‘অনেকে মনে করেন, জনগণের অধিকার হরণে যে হস্তক্ষেপ করেছিল ভারত, তা থেকে আমেরিকা আমাদের মুক্ত করবে। ভারতের আধিপত্য থেকে আমাদের মুক্ত করার কোনো দায় আমেরিকার নেই।

তিনি বলেন, ‘আমেরিকার দায় ভারতের সঙ্গে সংহতি রেখে নিজের স্বার্থ ও আধিপত্য প্রতিষ্ঠা করা। আমেরিকা এ অঞ্চলে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার নেতা হিসেবে ভারতকে স্বীকার করে, তার প্রমাণ হচ্ছে তুলসী গ্যাবার্ডের (আমেরিকার গোয়েন্দা প্রধান) বক্তব্য।’

ত্রৈমাসিক জার্নাল সর্বজনকথা’র সম্পাদক আনু মুহাম্মদ বলেন, ‘বাংলাদেশে ভারতের আধিপত্যের কারণে জমিতে, ভূমিতে, আমাদের রাজনীতিতে বিভিন্ন জটিলতায় পড়েছি। এ ছাড়া বাংলাদেশেও আমেরিকার সাম্রাজ্যবাদের নানা আয়োজন এখন চলছে।’

প্রসঙ্গগত, আমেরিকার ন্যাশনাল ইনটেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি ভারতের নয়াদিল্লি সফরের সময় সেখানকার এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে ‘ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের’ অভিযোগ তুলেছেন। অন্তর্বর্তী সরকার তার বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে। 

আনু মুহাম্মদ মনে করেন, ‘আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার কারণে আমেরিকার সাম্রাজ্যবাদের সহযোগিতা নিয়ে ফিলিস্তিনে গণহত্যা চালানোর সুযোগ পাচ্ছে ইসরায়েল।’

এ প্রসঙ্গে তিনি সুখবরকে বলেন, ‘আজকে মার্কিন সাম্রাজ্যবাদের এক হাত যদি হয় ইসরায়েল, তাহলে তার আরেক হাত আজকে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবকে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘জাতিসংঘ একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার ওপর আমেরিকার সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থা কর্তৃত্ব করছিল, যা এখনো করছে। এ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশে দেশে প্রতিরোধ হলেই তার শক্তি দুর্বল হবে।’

তিনি বলেন, ‘এ সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থা দুর্বল না হলে, তার একটা পতন না হওয়া পর্যন্ত বিশ্বের কোনো মানুষ, কোনো অঞ্চল নিরাপদ নয়, তার সম্পদ নিরাপদ নয়, তার জীবন নিরাপদ নয় এবং তারই একটা বহিঃপ্রকাশ আমরা ফিলিস্তিনে দেখতে পাচ্ছি।’

সাম্রাজ্যবাদকে কখনো বিশ্বাস করা যাবে না জানিয়ে এ অধ্যাপক বলেন, ‘সাম্রাজ্যবাদকে কখনো ছাড় দেওয়া এবং সাম্রাজ্যবাদের ওপর কখনো ভরসা করা যাবে না।’ 

এইচ.এস/



আনু মুহাম্মদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন