এহুদ ওলমার্ট। ছবি: দ্য গার্ডিয়ানের সৌজন্যে
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গাজার রাফাহে একটি ‘মানবিক শহর’ তৈরি করে সেখানে সব গাজাবাসীকে স্থানান্তর করার প্রস্তাব দিয়েছেন। তবে এ প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তিনি বলেছেন, এ মানবিক শহর ফিলিস্তিনিদের জন্য ‘কনসেন্ট্রেশন ক্যাম্প’ হয়ে উঠবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এহুদ ওলমার্ট বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যে ‘মানবিক শহর’ গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন, সেটি বাস্তবে কনসেন্ট্রেশন ক্যাম্প হয়ে দাঁড়াবে। সেখানে ফিলিস্তিনিদের জোর করে পাঠানো হলে তা হবে জাতিগত নির্মূলীকরণের প্রচেষ্টা।
ওলমার্ট বলেন, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল এরই মধ্যে যুদ্ধাপরাধ করছে। আর যদি মানবিক শহর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে তা হবে আরও একটি ভয়াবহ ধাপ। ওলমার্ট বলেন, ‘এটি একটি কনসেন্ট্রেশন ক্যাম্প। আমি দুঃখিত, কিন্তু এটাই সত্যি।’
কাৎজ এর আগে বলেন, এ ক্যাম্পে পাঠানো হলে ফিলিস্তিনিরা শুধু তখনই সেখান থেকে বের হতে পারবে, যখন তারা অন্য কোনো দেশে যাবে। তিনি এরই মধ্যে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যেন তারা গাজার দক্ষিণ অংশে মানবিক শহর নির্মাণের কার্যক্রম শুরু করে। প্রথমে সেখানে ছয় লাখ ফিলিস্তিনিকে রাখা হবে এবং পরে পুরো গাজার জনগণকেই সেখানে পাঠানো হবে বলে জানা গেছে।
ওলমার্ট বলেন, ‘যদি ফিলিস্তিনিদের ই নতুন মানবিক শহরে জোর করে পাঠানো হয়, তবে সেটি হবে জাতিগত নির্মূলের অংশ। এখনো তা ঘটেনি, তবে যদি ঘটে, তাহলে সেটিকে আমি এভাবেই ব্যাখ্যা করব।’
খবরটি শেয়ার করুন