সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পাচারকালে ১ হাজার ৫০ কেজি ইলিশ জব্দ, আটক ১

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনী।

সোমবার (২৩শে সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে পিকআপ ভ্যানভর্তি এসব ইলিশ জব্দ করা হয়। এ সময় সারোয়ার আলম নামে একজনকে আটক করা হয়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার জানান, ভারতে পাচারের উদ্দেশে ইলিশ মাছগুলো সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল আদ্রা এলাকা থেকে পিকআপ ভ্যানভর্তি ইলিশ মাছ জব্দ করেন। এ ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হবে।

ওআ/কেবি

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন