ছবি: সংগৃহীত
যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার অর্থনীতি এমনিতেই নাজুক। এরই মধ্যে বাশার আল-আসাদ সরকারের পতনের পর নতুন সরকার এসে দেশটিকে ঢেলে সাজানোর চেষ্টা করছে। এ অবস্থায় নতুন সরকার কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে। সিরিয়ার এ সংকট নিরসনে এগিয়ে এসেছে সৌদি আরব ও কাতার। দেশ দুটি যৌথভাবে সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতনের জন্য অর্থ দেবে।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, সৌদি আরব ও কাতার সিরিয়ার রাষ্ট্রীয় কর্মচারীদের যৌথ আর্থিক সহায়তা দেবে। দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
সৌদি আরবের সংবাদমাধ্যমে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফারহান বিন ফয়সাল বলেন, ‘সৌদি আরব কাতারের সঙ্গে যৌথভাবে সিরিয়ার রাষ্ট্রীয় কর্মচারীদের আর্থিক সহায়তা দেবে।’ এর আগে সিরিয়া ও সৌদি আরব আর্থিক খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেছিল।
প্রিন্স ফয়সাল সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে তার দেশের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে সৌদি আরব সিরিয়ার অন্যতম প্রধান সহায়তাকারী হিসেবে থাকবে। তিনি জানান, উচ্চ পর্যায়ের একটি অর্থনৈতিক প্রতিনিধিদল তার সঙ্গে রয়েছে, যারা ‘বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে (সিরিয়ার পক্ষের সঙ্গে) আলোচনা করবে।’
এইচ.এস/
খবরটি শেয়ার করুন