শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

তেল, চিনি ও খেজুরের কর ছাড় বিবেচনা করবে এনবিআর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

পবিত্র রমজান মাসে ভোজ্য তেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক-কর ছাড়ে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব নিয়ে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, রমজানকে সামনে নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব আমরা পেয়েছি। সেটা নিয়ে আমরা কাজ করছি।

গত ২২শে জানুয়ারি ভোজ্য তেল, চিনি ও খেজুরের ওপর শুল্ককর ছাড় দিতে বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। এসব পণ্যের আমদানি শুল্ক ও কর কমলে ভোক্তা পর্যায়ে পণ্য তিনটির দাম কমতে পারে।

আরো পড়ুন: সেরা করদাতা পুরস্কার পেল যে ৫৪ প্রতিষ্ঠান

চট্টগ্রাম কাস্টমস হাউজকে ঢেলে সাজানো প্রসঙ্গে তিনি বলেন, একটা সিস্টেম ডেভেলপ করা আছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি। কাস্টমস হাউজের সক্ষমতা বাড়ানোর জন্য অবকাঠামো উন্নয়নে কাজ করছি। তিনি বলেন, এবার কাস্টমস দিবসের প্রতিপাদ্য ‘মিলে নবীন পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (২৬শে জানুয়ারি) এনবিআর ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বাণিজ্যে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠান ও এনবিআর কর্মকর্তাকে দেওয়া হবে ডাব্লিউ সার্টিফিকেট অব মেরিট-২০২৪।

ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ১৮৫টি সদস্য দেশের কাস্টমস বিভাগের সঙ্গে সম্মিলিতভাবে বাংলাদেশ কাস্টমস দিবসটি পালন করবে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘মিলে নবীন-পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’।

এইচআ/ আই.কে.জে/

এনবিআর বাণিজ্য মন্ত্রণালয় কর পবিত্র রমজান ভোজ্য পণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250