বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংক চার মাস মেয়াদে ইন্টার্নশিপের জন্য সুযোগ দিচ্ছে। আবেদন করতে পারবেন বাংলাদেশসহ সব দেশের স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীরা। এ ইন্টার্নশিপ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি বা বিশ্বব্যাংকের কোনো কান্ট্রি অফিসে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

যেসব বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

অর্থনীতি, ফিন্যান্স, মানব উন্নয়ন (জনস্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, জনসংখ্যা), সামাজিক বিজ্ঞান (নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান), কৃষি, পরিবেশ, প্রকৌশল, নগর-পরিকল্পনা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, যোগাযোগ, মানবসম্পদ ব্যবস্থাপনা ও তথ্যপ্রযুক্তির শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

ব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রামের (বিআইপি) আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টার্নশিপের যাবতীয় খরচ বহন করবে বিশ্বব্যাংক। আবেদনের জন্য কোনো বয়সসীমা নেই। কোনো ইংরেজি ভাষা পরীক্ষা দিতে হবে না। তবে ইংরেজিতে পারদর্শী হতে হবে। আবেদনের সিভি, স্টেটমেন্ট অব ইন্টারেস্টসহ আবেদন করতে হবে। একবার আবেদন করলে আবেদনে আর কোনো পরিবর্তন করা যাবে না।

আবেদন করতে যা প্রয়োজন

* জীবনবৃত্তান্ত (সিভি)

* স্টেটমেন্ট অব ইন্টারেস্ট

* স্নাতক ডিগ্রিতে তালিকাভুক্তির প্রমাণপত্র

* আবেদনে যোগ্যতার মানদণ্ড

* আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে 

* ইংরেজিতে পারদর্শী হতে হবে। তবে ফ্রেঞ্চ, স্প্যানিশ, রুশ, আরবি, পর্তুগিজ ও চীনা ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা;

* কম্পিউটিংয়ে এবং অন্য যে কোনো দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হবে।

সুযোগ-সুবিধা 

* ঘণ্টাপ্রতি বেতন দেওয়া হবে।

* ভ্রমণ খরচ বাবদ ৩ হাজার ডলার মিলবে। বাংলাদেশি টাকায় ৩ লাখ ৫৭ হাজার ৮১৩ টাকা। 

ইন্টার্নশিপের তথ্য

* আবেদন শেষে আগামী মার্চে সাক্ষাৎকারের জন্য ডাক পাবেন আবেদনকারীরা। 

* এপ্রিলের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে।

* সব কার্যক্রম শেষে ২০২৫ সালের মে মাসে শুরু হবে ইন্টার্শশিপ প্রোগ্রাম। 

* মে থেকে আগস্ট পর্যন্ত চলবে ইন্টার্নশিপ।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময় : ১২ই ফেব্রুয়ারি ২০২৫।

আরও পড়ুন: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, ৪০ বছরেও আবেদন

এসি/কেবি

ইন্টার্নশিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250