বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

শীতে লাড্ডু খেয়ে বাড়ান রোগ প্রতিরোধ ক্ষমতা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৪ পূর্বাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালের ঠান্ডা আবহাওয়ায় কমতে শুরু করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। কোমর ব্যথা, জয়েন্টে ব্যথা ও ফ্লুর মতো স্বাস্থ্যগত সমস্যা বেড়ে যায় শীতে। তাই এ সময় স্বাস্থ্যকর খাবারের প্রতি নজর দিন। এ সময় কয়েক পদের লাড্ডু খেতে পারেন। এতে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, আবার জয়েন্টের ব্যথাও কমবে। রইলো তিলের লাড্ডু ও ড্রাই ফ্রুটের লাড্ডুর রেসিপি-

উপকরণ

১. কোরানো নারকেল ১টি

২. গুড় ১৫০ গ্রাম

৩. তীল বীজ ২০ গ্রাম

৪. খাঁটি ঘি ১ চা চামচ

৫. বাদামের মাখন সামান্য।

পদ্ধতি

প্যান গরম করে নারকেল ৫ মিনিট ভেজে তুলে নিন। এবার একই প্যানে ঘি ও গুড় মাঝারি আঁচে ১৫-২০ মিনিট নাড়তে হবে। এবার মিশ্রণে তিল ও পিনাট বাটার মিশিয়ে নিন। এরপর নারকেল গুড়ের মিশ্রণ ঠান্ডা করুন। সব শেষে হাতের তালুতে ঘি মেখে নারকেল-গুড়ের মিশ্রণ নিয়ে ছোট ছোট বল তৈরি করুন। সবশেষে ভেজে নেওয়া তিল বীজের উপরে গড়িয়ে নিন। ব্যাস তৈরি হয়ে যাবে তিলের লাড্ডু।

ড্রাই ফ্রুটের লাড্ডু-

আরো পড়ুন : শীতের রাতে পার্টি? স্বাদ নিতে পারেন ফিস টিক্কার

উপকরণ

১. পিনাট বাটার ১/৪ কাপ

২. গুড় ২৬০ গ্রাম

৩. তিল বীজ ১/৪ কাপ

৪. পোস্ত বীজ ১/৪ কাপ

৫. শুকনো নারকেল কোরানো আধা কাপ

৬. মিক্স বাদাম ২ কাপ

৭. শুকনো আদার গুঁড়া ১ চা চামচ

৮. সাদা গোলমরিচ ১ চা চামচ

৯. জয়ফল গুঁড়া ১ চা চামচ ও

১০. এলাচ গুঁড়া ১ চা চামচ।

পদ্ধতি

ড্রাই ফ্রুট হালকা ভেজে নিন। অন্যদিকে কড়াইতে গুড়ের টুকরো ও ৩ টেবিল চামচ পানি মিশিয়ে মাঝারি আঁচে গুড় গলিয়ে নিন। মাঝে মধ্যে গুড় নাড়ুন ও স্প্যাটুলা দিয়ে গুড়ের টুকরোগুলো ভেঙে দিন।

গুড় গলে গেলে আঁচ কমিয়ে মসলাগুলো দিয়ে দিন। এবার গুড়ের সিরাপে ড্রাই ফ্রুটস মিশিয়ে নেড়ে চুলা বন্ধ করে নিন। একটি পাত্রে মিশ্রণটি ঢেলে নিন ও পিনাট বাটার যোগ করুন। হালকা ঠান্ডা হলে বলের মতো করে লাড্ডু তৈরি করে নিন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আইকেজে


লাড্ডু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন