মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে *** বিএনপির কার্যালয়ে সাংবাদিক হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা ও উদ্বেগ *** কমলাপুর স্টেশনে কোমরে চাপাতি নিয়ে ভাইরাল, অতঃপর... *** আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি—উনি এটা প্রমাণ করুক: এ কে আজাদ *** দেশকে সুন্দর করার সুযোগ এসেছে, কিন্তু চারদিকে অনৈক্যের সুর: মির্জা ফখরুল

টিকটকে লাইভ চলছিল তরুণীর, এরপর যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১৫ই মে ২০২৫

#

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে লাইভস্ট্রিম চলাকালে গুলিতে নিহত হয়েছেন মেক্সিকান তরুণী ভ্যালেরিয়া মার্কেজ। মেক্সিকোর জালিস্কো রাজ্যের গুয়াদালাজারায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোতে ভ্যালেরিয়া মার্কেজ নামে বয়স ২৩ বছর বয়সী এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার টিকটকে লাইভস্ট্রিম করার সময় গুলিতে নিহত হয়েছেন। জালিস্কো রাজ্যের গুয়াদালাজারা শহরে ভ্যালেরিয়ার নিজের বিউটি সেলুনে এ ঘটনা ঘটে। রাজ্য কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, এক ব্যক্তি উপহার দেওয়ার অজুহাতে সেলুনে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করেন।

মার্কেজ তার ‘ব্লসম দ্য বিউটি লাউঞ্জ’ সেলুন থেকে লাইভস্ট্রিম করছিলেন। ঠিক তখনই ঘটনাটি ঘটে। ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছে রুশ সংবাদমাধ্যম আরটি। 

ভিডিওতে দেখা যায়, টিকটকার ভ্যালেরিয়া একটি টেবিলে বসে আছেন। তার হাতে একটি নরম পুতুল। তিনি তার অনুসারীদের সঙ্গে কথা বলছিলেন। ঘটনার কয়েক সেকেন্ড আগে তাকে বলতে শোনা যায়, ‘ওরা আসছে।’ এরপরই পেছন থেকে একটি কণ্ঠ জিজ্ঞেস করে, ‘এই, ভ্যালে?’

ভ্যালেরিয়া মার্কেজ উত্তর দেন, ‘হ্যাঁ।’ এর কিছুক্ষণ পর তিনি লাইভ স্ট্রিমের সাউন্ড বা শব্দ বন্ধ করে দেন। কিছুক্ষণ পরই পেছন থেকে গুলির শব্দ শোনা যায়। ভ্যালেরিয়া তার পাঁজরে হাত চেপে ধরেন। এরপর টেবিলের ওপর লুটিয়ে পড়েন। এক ব্যক্তি তার ফোনটি হাতে তুলে নেন। লাইভ স্ট্রিমে স্বল্প সময়ের জন্য ওই ব্যক্তির মুখ দেখা যায়। তারপর ভিডিওটি শেষ হয়ে যায়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভ্যালেরিয়া মার্কেজ লাইভ স্ট্রিমে এর আগে বলেছিলেন, তিনি যখন সেলুনে ছিলেন না, তখন কেউ একজন একটি ‘দামি উপহার’ নিয়ে এসেছিলেন তার জন্য। তিনি দৃশ্যত চিন্তিত ছিলেন। তিনি বলেছিলেন, সেই ব্যক্তির ফিরে আসার জন্য তিনি অপেক্ষা করবেন না।

পুলিশ জানিয়েছে, ভ্যালেরিয়া মার্কেজের বুক ও মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। আমেরিকার সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী মোটরসাইকেলে এসেছিলেন। তিনি মার্কেজকে একটি উপহার দেওয়ার ভান করেছিলেন। নিহত ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রাম ও টিকটকে প্রায় ২ লাখ অনুসারী ছিল। তিনি অনলাইনে বিউটি ও লাইফস্টাইল ক্লিপ শেয়ার করার জন্য পরিচিত ছিলেন।

এইচ.এস/

তরুণী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250