শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

টিকটকে লাইভ চলছিল তরুণীর, এরপর যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১৫ই মে ২০২৫

#

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে লাইভস্ট্রিম চলাকালে গুলিতে নিহত হয়েছেন মেক্সিকান তরুণী ভ্যালেরিয়া মার্কেজ। মেক্সিকোর জালিস্কো রাজ্যের গুয়াদালাজারায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোতে ভ্যালেরিয়া মার্কেজ নামে বয়স ২৩ বছর বয়সী এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার টিকটকে লাইভস্ট্রিম করার সময় গুলিতে নিহত হয়েছেন। জালিস্কো রাজ্যের গুয়াদালাজারা শহরে ভ্যালেরিয়ার নিজের বিউটি সেলুনে এ ঘটনা ঘটে। রাজ্য কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, এক ব্যক্তি উপহার দেওয়ার অজুহাতে সেলুনে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করেন।

মার্কেজ তার ‘ব্লসম দ্য বিউটি লাউঞ্জ’ সেলুন থেকে লাইভস্ট্রিম করছিলেন। ঠিক তখনই ঘটনাটি ঘটে। ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছে রুশ সংবাদমাধ্যম আরটি। 

ভিডিওতে দেখা যায়, টিকটকার ভ্যালেরিয়া একটি টেবিলে বসে আছেন। তার হাতে একটি নরম পুতুল। তিনি তার অনুসারীদের সঙ্গে কথা বলছিলেন। ঘটনার কয়েক সেকেন্ড আগে তাকে বলতে শোনা যায়, ‘ওরা আসছে।’ এরপরই পেছন থেকে একটি কণ্ঠ জিজ্ঞেস করে, ‘এই, ভ্যালে?’

ভ্যালেরিয়া মার্কেজ উত্তর দেন, ‘হ্যাঁ।’ এর কিছুক্ষণ পর তিনি লাইভ স্ট্রিমের সাউন্ড বা শব্দ বন্ধ করে দেন। কিছুক্ষণ পরই পেছন থেকে গুলির শব্দ শোনা যায়। ভ্যালেরিয়া তার পাঁজরে হাত চেপে ধরেন। এরপর টেবিলের ওপর লুটিয়ে পড়েন। এক ব্যক্তি তার ফোনটি হাতে তুলে নেন। লাইভ স্ট্রিমে স্বল্প সময়ের জন্য ওই ব্যক্তির মুখ দেখা যায়। তারপর ভিডিওটি শেষ হয়ে যায়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভ্যালেরিয়া মার্কেজ লাইভ স্ট্রিমে এর আগে বলেছিলেন, তিনি যখন সেলুনে ছিলেন না, তখন কেউ একজন একটি ‘দামি উপহার’ নিয়ে এসেছিলেন তার জন্য। তিনি দৃশ্যত চিন্তিত ছিলেন। তিনি বলেছিলেন, সেই ব্যক্তির ফিরে আসার জন্য তিনি অপেক্ষা করবেন না।

পুলিশ জানিয়েছে, ভ্যালেরিয়া মার্কেজের বুক ও মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। আমেরিকার সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী মোটরসাইকেলে এসেছিলেন। তিনি মার্কেজকে একটি উপহার দেওয়ার ভান করেছিলেন। নিহত ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রাম ও টিকটকে প্রায় ২ লাখ অনুসারী ছিল। তিনি অনলাইনে বিউটি ও লাইফস্টাইল ক্লিপ শেয়ার করার জন্য পরিচিত ছিলেন।

এইচ.এস/

তরুণী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন