সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আসছে জয়ার ‘বাগান বিলাস’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে এখন দেশের চেয়ে ওপার বাংলাতেই তাকে বেশি ব্যস্ত থাকতে দেখা যায়। সম্প্রতি ‘বাগান বিলাস’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন এই তারকা। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন সাদিয়া ইসলাম রোজা।

এবার দেখতে দেখতে চলে আসলো এটির মুক্তির প্রহর। আজ সোমবার (২৭শে জানুয়ারি) ‘বাগান বিলাস’ শিরোনামে মুক্তি পেতে যাচ্ছে এই মিউজিক্যাল ফিল্মটি। এদিন রাত নয়টার দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে জয়া অভিনীত এই কাজটির।

আরও পড়ুনজামিন পেয়ে যা বললেন পরীমনি

এর আগে এক ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, “আমাদের ‘বাগান বিলাস’, ২৭শে জানুয়ারি, রাত ৯ টায়।” জানা গেছে, এই ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান। গানের পাশাপাশি জয়ার সঙ্গে অভিনয়ও করেন তারা। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।

এসি/কেবি

বাগান বিলাস’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন