সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ *** স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দিন আহমদ *** জুলাই গণ-অভ্যুত্থানে আমেরিকার যুক্ততার অভিযোগ মিথ, বললেন সাবেক কূটনীতিক *** ১লা আগস্ট ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে উত্তরাঞ্চলের ৩ জেলা

ব্যায়াম করেও ওজন কমছে না? যে ভুলগুলো এড়িয়ে চলবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই ওজন কমাতে ব্যায়াম করেন। কিন্তু সুফল পান না। নিয়মিত কষ্ট করেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে তারা ভেঙে পড়েন। ব্যায়াম করেও যদি ওজন না কমে তাহলে বুঝতে হবে কোথাও ভুল হচ্ছে। সে ভুলগুলোকে শনাক্ত করে, শুধরে নিন। তাহলেই উপকার পাবেন।

খাবারের পরিমাপের ঠিক নেই 

ওজন কমাতে চাইলে বুঝেশুনে খাবার খেতে হবে। অন্যথায় হাজার ঘাম ঝরানোর পরও ওবেসিটিকে বশে আনতে পারবেন না। তাই দেরি না করে একজন পুষ্টিবিদের পরামর্শ নিন। ঠিক কোন খাবার কতটা খাবেন তা জেনে নিন। তারপর সেই নিয়ম মেনে খাবার খান। 

কম প্রোটিনেও বিপদ

প্রোটিন হলো একটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এই উপাদানটি পেশির গঠনে ও বিপাকের হার নিয়ন্ত্রণে সাহায্য করে। যার ফলে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খেলে ওজন দ্রুত কমে। তবে অনেকের ডায়েটে এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট খুবই কম পরিমাণে থাকে। ফলে তাদের ওজন কমে না। তাই প্রতিদিন নিয়ম করে মুরগির মাংস, ডিম, মাছ, সয়াবিন, পনির থেকে শুরু করে একাধিক উচ্চ প্রোটিনের খাবার খান। 

আরো পড়ুন : যে কারণে প্রতিদিন খেজুর খাবেন

ফাইবার কম খেলেও সমস্যা

ওজনকে বশে রাখতে চাইলে পর্যাপ্ত পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। কারণ, ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। আর পেট ভরা  থাকলে খিদে পায় কম। ভাজা খাবার খাওয়ার প্রবণতা কমে। তাই প্রতিদিনের  ডায়েটে শাক, সবজি, ফল, ডালিয়া, ওটস ও আটার রুটি ইত্যাদি রাখুন। 

রোজ একই ওয়ার্কআউট করা

অনেকেই জিমে গিয়ে রোজ একই ধরনের ব্যায়াম করেন। যার জন্য কাঙ্ক্ষিত ফল মেলে না। একই ধরনের এক্সারসাইজ করলে কিছুদিনের মধ্যেই শরীর তার সঙ্গে মানিয়ে নেয়। তখন ফ্যাট পুড়তে চায় না। ফলে ওজন যা ছিল তাই রয়ে যায়। তাই কিছুদিন পর পর নিজের ওয়ার্কআউট রুটিন বদলে ফেলুন। 

ঘুম না হলেই বিপদ

রাতে ঠিকঠাক ঘুম না হলে বিপদ। কেননা ওজন বাড়ার সঙ্গে অনিদ্রার যোগ রয়েছে। ঘুম না হলে হাজার ব্যায়াম করেও ওজন কমে না। তাই অন্ততপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। এর পাশাপাশি প্রতিদিন ৩ লিটার পানি পান করুন। এতে বিপাকের হার বাড়বে। দ্রুত ওজন কমবে।

এস/ আই.কে.জে/


ব্যায়াম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন