বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব *** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে *** শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী *** বাজারে সবজির সরবরাহ বাড়ছে, দামের উত্তাপ কমছে *** ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা *** আরব সাগরে প্রায় ১০০ কোটি ডলারের মাদক উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর

রাত ২টা–সকাল ৭টায় শো, দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর ‘ধূমকেতু’ নিয়ে তাই ভক্তদের তুমুল আগ্রহ। গতকাল বৃহস্পতিবার, ১৪ই আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি। কিন্তু মুক্তির আগেই ছবিটি গড়েছে নতুন সব রেকর্ড। 

আগে তৈরি হলেও নানা কারণে আটকে ছিল ছবিটি। অবশেষে প্রায় দীর্ঘ ১০ বছর পর সব পেয়েছে ‘ধূমকেতু’। কলকাতায় ‘ধূমকেতু’, ‘ওয়ার ২’ ও ‘কুলি’র মতো সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে। এমনকি সিনেমার প্রথম প্রদর্শনী চলছে রাত দুইটায়, সকাল সাতটায়। খবর আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের 

অনেক দিন পর কলকাতার কোনো সিনেমা মধ্যরাত আর সকাল সাতটায় শো পেল। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সকাল সাতটার শো–ও হাউসফুল গেছে।

টিকিটের চাহিদা এতটাই বেশি যে শো টাইম বাড়াতে হচ্ছে হলমালিকদের। শুধু তা–ই নয়, সকাল সাতটাতেও শো দেওয়া হয়েছে। আর সেখানেই ম্যাজিক দেখিয়েছে ‘ধূমকেতু’। সেই শোতেও প্রথম দিনেই হাউসফুল হয়ে নতুন রেকর্ড গড়েছে।

ছবিটি নিয়ে আগেই থেকেই আগ্রহ ছিল দর্শকের, উত্তেজনার পারদ আরও চড়িয়েছে ‘ধূমকেতু’র ট্রেলার মুক্তি অনুষ্ঠান। সেখানেও প্রায় ১০ বছর পর নিজেদের মধ্যে থাকা সব মান-অভিমান শেষে একসঙ্গে, এক মঞ্চে এসে হাজির হন দেব-শুভশ্রী। একসঙ্গে নাচেন, আড্ডা দেন।

ছবি মুক্তির আগের রাতে বুধবার রাত পৌনে একটায় অভিনেতা দেব তার এক্স হ্যান্ডলে দর্শকদের অনুরোধ করেন, ‘দয়া করে সিনেমার কোনো স্পয়লার বা কোনো রকম ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।’

এর আগে বুধবারই দেব ও শুভশ্রী নৈহাটির বড় মার মন্দিরে গিয়ে ছবির সাফল্য কামনায় পূজা দেন। লাল পাঞ্জাবি ও সাদা পায়জামায় সেজেছিলেন ‘ধূমকেতু’র নায়ক, সঙ্গে একই রঙের শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন শুভশ্রী।

‘ওয়ার ২’, ‘কুলি’র মতো বহুল প্রতীক্ষিত দুই সিনেমা থাকলেও কলকাতার দর্শকের আগ্রহ ‘ধূমকেতু’ নিয়েই। ছবিটি শেষ পর্যন্ত কেমন ব্যবসা করে সেটাই এখন দেখার বিষয়।

জে.এস/

বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250