শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

নড়াইলে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

মায়ের ভাষার জন্য প্রাণ দানকারী সূর্যসন্তানদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করল নড়াইলের মানুষ। বুধবার সন্ধ্যা নামার সঙ্গেই নড়াইল শহরের কুরিরডোব মাঠে প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবক মোমবাতি প্রজ্বালনের কাজ শুরু করেন। ৬টা ২০ মিনিটে গোটা মাঠে জ্বলে ওঠে লাখো মোমবাতি। এর পরই উঁচু মঞ্চে বেজে ওঠে সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের শিল্পীদের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ সংগীত। পরে একে একে শিল্পীরা ১২টি গণসংগীত পরিবেশন করেন। এতে নেতৃত্ব দেন সাংস্কৃতিক জোট নড়াইলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটু। 

মাঠের মাঝখানে উঁচু ঢিবিতে কাঠের শহীদ মিনার তৈরি করে সেখানে মোমবাতি জ্বালানো হয়। চারপাশে হ্রদের মতো পানির ব্যবস্থা করা হয়। দৃশ্যটি ছিল নয়নাভিরাম। মাটির প্রদীপ, ককসিট ও কলা গাছের গুঁড়িতে মোমবাতি জ্বালিয়ে পানিতে ভাসিয়ে দেওয়া হয়। পানির মধ্যে বিশেষ ব্যবস্থায় জ্বালানো হয় লাইট। মাঠজুড়ে ছিল বাংলা বর্ণমালা, আল্পনা, বাংলার চিরায়ত বিভিন্ন লোকশিল্পের নিদর্শন। একুশের আলো নড়াইলের আয়োজনে অনুষ্ঠানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী। 

বক্তারা বলেন, ভাষা শহীদরা যে ত্যাগের দীপ্ত শিখা জ্বালিয়ে গেছেন, তা পৃথিবীর সব অন্ধকার দূর করে দিক। বন্ধ হোক দেশে দেশে যুদ্ধ, সন্ত্রাস, হানাহানি, দুর্নীতি, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা। উজ্জ্বল হয়ে উঠুক সমগ্র পৃথিবী।  নড়াইল ও অন্যান্য জেলা থেকে আসা কমপক্ষে ২৫ হাজার মানুষ অনুষ্ঠান উপভোগ করেন। নিরাপত্তায় ছিলেন তিন শতাধিক পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবক। 

আই.কে.জে/ 

ভাষা শহীদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250