বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

কোহলির অবসর নিয়ে সাবেক ক্রিকেটার মোহম্মদ কাইফ যা বলছেন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ১৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, কোহলি টেস্ট খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচকেরা এ সংস্করণে গত কয়েক বছরের ফর্ম বিচার করে কোহলিকে সম্ভবত বলেছেন, দলে তার আর জায়গা হবে না। খবর আইএনএসের।

ভারতের সাবেক ক্রিকেটার কাইফ বলেছেন, আসল ঘটনা হয়তো কখনোই জানা যাবে না। পর্দার আড়ালে কী ঘটেছে, সেসব অনুমান করা খুব কঠিন বলে মন্তব্যও করেন ৪৪ বছর বয়সী মোহাম্মদ কাইফ। মূলত তিনি নিজের মতামত জানিয়েছেন আইএএনএসকে।

এদিকে কাইফের ভাষায়, ‘আমার মনে হয় সে টেস্ট চালিয়ে যেতে চেয়েছিল। এ বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে নিশ্চয়ই তার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। এ ছাড়া নির্বাচকেরা হয়তো গত ৫–৬ বছরের ফর্ম দেখে তাকে বলেছেন, দলে আর জায়গা হবে না। আসলে কী ঘটেছে, সেটা আমরা কখনোই জানতে পারব না। পর্দার আড়ালে কী ঘটেছে, তা অনুমান করাও কঠিন।’

মোহাম্মদ কাইফ আরও বলেন, ‘গত জানুয়ারি–ফেব্রুয়ারিতে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলা এবং শেষ মুহূর্তে নেওয়া তার সিদ্ধান্তে আমার মনে হয় সামনের টেস্টগুলোয় সে ফিরতে চেয়েছিল। আর গত কয়েক সপ্তাহে যা যা ঘটেছে, সেসবের পরিপ্রেক্ষিতে বিসিসিআই এবং নির্বাচকদের কাছ থেকে যে সমর্থন পাওয়ার কথা ভেবেছিল, সেটা হয়তো পায়নি।’

এদিকে গত নভেম্বর থেকে জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার–গাভাস্কার ট্রফিতে রান–খরায় ভোগেন কোহলি। পাঁচ টেস্টে ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন। ওই সিরিজে যে আটবার আউট হয়েছেন, তার মধ্যে সাতবারই অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কিপার অথবা স্লিপ ফিল্ডারকে ক্যাচ দিয়েছেন। আর তখন থেকেই তার টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল।

এ বিষয়ে কাইফ বলেন, ‘স্লিপে আউট হওয়াটা বুঝিয়ে দেয়, সে ক্রিজে (লম্বা) সময় কাটাতে প্রস্তুত ছিল না। এরপর বিসিসিআইয়ের বার্তা এবং লাল বলের ক্রিকেটে নিজের আত্মোপলব্ধি মিলিয়ে হয়তো অবসরের সিদ্ধান্ত নিয়েছে।’

আরএইচ/


বিরাট কোহলি বিসিসিআই মোহাম্মদ কাইফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন