বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

বেগম রোকেয়াকে 'কাফের ও মুরতাদ' আখ্যা দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আজ ৯ই ডিসেম্বর, মঙ্গলবার জন্মদিন। বেগম রোকেয়া দিবসে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

একই দিন সামাজিক মাধ্যমে বেগম রোকেয়াকে 'কাফের ও মুরতাদ' হিসেবে আখ্যা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ওই সহযোগী অধ্যাপকের নাম খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান।

তিনি নিজের ফেসবুকে বেগম রোকেয়ার একটি ফটো কার্ড শেয়ার করে লিখেছেন, ‘আজ মুরতাদ, কাফের বেগম রোকেয়ার জন্মদিন।’

এই কার্ডে একটি দীর্ঘ লেখা রয়েছে। যেসব লেখায় বেগম রোকেয়ার নানা মন্তব্যের রয়েছে। এইসব মন্তব্যের সমালোচনা করা হয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে।

মাহমুদুল হাসানের এই পোস্টে একজন ’সরি স্যার’ মন্তব্য লিখেছেন। সঙ্গে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন, সেই স্ক্রিনশটে ‘আমিই রোকেয়া’ লোগোর সামনে প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে আছেন যেটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম।

এদিকে, ডিসেম্বরের ৫ তারিখেও মাহমুদুল হাসান বেগম রোকেয়াকে নিয়ে একটি ধর্মীয় আলোচনা বিষয়ক বক্তব্য শেয়ার করেছেন। যেখানে বেগম রোকেয়ার নানা বক্তব্যের সমালোচনা করা হয়েছে।

মাহমুদুল হাসান ২০০৯ সালে ইস্টার্ন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে যোগদান করেন।

বেগম রোকেয়া দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250