শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

এখনই হচ্ছে না শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫

#

শাহরুখ খান ও সালমান খান। ছবি: ইনস্টাগ্রাম

শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় ১৫ মিনিটের অ্যাকশন দৃশ্যে অতিথি চরিত্রে ঝড় তুলেছিলেন সালমান খান। অন্যদিকে ‘টাইগার থ্রি’তে অতিথি চরিত্র হয়ে সালমানকে জেল ভেঙে বের করে এনেছিলেন শাহরুখ। এ দুই সিনেমায় পাঠান ও টাইগারের একসঙ্গে আবির্ভাব ব্যাপক সাড়া পেয়েছিল। সেখান থেকেই ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার পরিকল্পনার সূত্রপাত।

প্রযোজক আদিত্য চোপড়ার ইচ্ছা ছিল, পাঠান চরিত্রের শাহরুখ ও টাইগার চরিত্রের সালমানকে একসঙ্গে নিয়ে পুরো একটি সিনেমা বানানোর। সেই থেকে অপেক্ষায় ভক্তরা, কবে আসবে টাইগার ভার্সেস পাঠান! সবারই চাওয়া, সিনেমাটি যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়া হোক।

তবে সে চাওয়া সহসাই পূরণ হচ্ছে না। সাম্প্রতিক খবর বলছে, শাহরুখ-সালমানকে একসঙ্গে দেখতে দর্শকদের আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। খবর বলিউড হাঙ্গামার।

শাহরুখ-সালমান দুই সুপারস্টারের দ্বৈরথ পর্দায় তুলে ধরার জন্য নতুনভাবে প্রস্তুতি শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। এর আগে শোনা গিয়েছিল, টাইগার ভার্সেস পাঠান সিনেমাটি করতে তারা দুজনেই রাজি। এমনকি চিত্রনাট্যের চূড়ান্ত খসড়াও প্রস্তুত। 

শুধু দুই খানের ডেট পাওয়ার অপেক্ষা! তবে পুরো বিষয়টি স্থগিত হয়ে গেছে প্রযোজকের নতুন সিদ্ধান্তে। প্রযোজক আদিত্য চোপড়া নাকি চাইছেন, নতুন করে এ সিনেমার চিত্রনাট্য সাজাতে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আদিত্য চোপড়া মনে করছেন, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিনেমাগুলোতে অনেক কিছু পুনরাবৃত্তি হচ্ছে। ফলে এবার ভিন্নতার খোঁজ করছেন তিনি। ভবিষ্যতে স্পাই ইউনিভার্সের সিনেমার পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনতে চান প্রযোজক। একই রকম ফর্মুলার ব্যবহার বন্ধ করে একঘেয়েমি এড়ানোর দিকেই নজর তার।

সে কারণে টাইগার ভার্সেস পাঠানের শুটিং শুরু হতে আরও বেশ খানিকটা দেরি হবে। কারণ, বর্তমানে প্রযোজক আদিত্য চোপড়ার একমাত্র ধ্যানজ্ঞান রণবীর কাপুরের ‘ধুম ৪’ নিয়ে। প্রযোজক নিজেই চিত্রনাট্যকার শ্রীধর রাঘবনের সঙ্গে চিত্রনাট্যের শেষ পর্যায়ের কাজ নিয়ে ব্যস্ত। এটির কাজ শেষ হলেই শুরু হবে শাহরুখ-সালমানকে নিয়ে নতুন গল্প লেখার কাজ।

এইচ.এস/

শাহরুখ খান-সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250