বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব *** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে *** শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী *** বাজারে সবজির সরবরাহ বাড়ছে, দামের উত্তাপ কমছে *** ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা *** আরব সাগরে প্রায় ১০০ কোটি ডলারের মাদক উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর *** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বিপুল পরিমাণ সোনা-রুপা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ২১শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৪ কোটি ৪০ লাখ রুপি বা ৬ কোটি ২৩ লাখ টাকার বেশি সোনা ও রুপা জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বিজয়পুর ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৪ কোটি ৩২ লাখ রুপি স্বর্ণ ও উত্তর২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৮ লাখ ৩৬ হাজার রুপির রুপা পাচারকালে জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২০শে আগস্ট) দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র একে আর্য (ডিআইজি) বলেন, সোমবার (১৯শে আগস্ট) বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বিজয়পুর বর্ডার ফারির ৩২তম ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে দায়িত্ব পালনের সময় লক্ষ করেন, একজন সন্দেহভাজন ব্যক্তি কলাবাগানের কাছে একটি বাঁশঝাড়ের মধ্য দিয়ে সাইকেলে করে আসছেন।

তাকে দেখে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পথ আটকায় এবং তল্লাশি শুরু করে। তল্লাশি চলাকালীন সন্দেহভাজন ব্যক্তির কোমরে কাপড়ের বেল্ট খুলে নিতেই সেই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে বিএসএফ সদস্যকে আক্রমণ করেন। অল্পের জন্য গুরুতর আঘাত থেকে প্রাণে বাঁচেন ওই বিএসএফ সদস্য। আচমকা আক্রমণ করতেই হাত ফসকে দৌড়ে পালিয়ে যায় সন্দেহভাজন ব্যক্তি। আত্মরক্ষায় বিএসএফ জওয়ান তাকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও বিএসএফের চালানো গুলি মিস করে। ঘন বাঁশের ঝোপের সুযোগ নিয়ে সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

এরপরেই খবর দেওয়া হয় বিএসএফ ক্যাম্পে। সেখান থেকে বিএসএফের জওয়ানরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি অভিযান চালায়। সে সময় সন্দেহভাজন ব্যক্তির কাপড়ের বেল্টটি সেই স্থানে পড়ে থাকতে দেখে বিএসএফের জওয়ানরা।

কাপড়ের বেল্টটি উদ্ধার করে তল্লাশি চালালে সেখান থেকে ২২টি সোনার বিস্কুট, ৮টি সোনার ইট এবং একটি সোনার টুকরো উদ্ধার করা হয়। অপরদিকে একই দিনে উত্তর ২৪ পরগনা জেলার ১০২ ব্যাটেলিয়নের আউটপোস্ট পানিতারে ১০ কেজি রুপার দানা জব্দ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই নারীকে গ্ৰেফতার করা হয়েছে। অভিযুক্তদের নাম মীরা দাস এবং সোমা দাস। তারা দু'জনেই পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগনা জেলার দক্ষিণ পাড়ার বাসিন্দা।

তারা জানান, ইতিন্দা গ্রামের অজ্ঞাত এক ব্যক্তির হয়ে কাজ করেন তারা। আটক অভিযুক্ত দুই নারী ও জব্দকৃত সোনা এবং রুপার দানা পরবর্তী আইনি ব্যবস্থা গ্ৰহণের জন্য নদীয়ার ঘোজাডাঙ্গা শুল্ক দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

আই.কে.জে/

সোনা রূপা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250