শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

চুমুকাণ্ডে ফারহা খান খোঁচা দিলেন উদিতকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

মঞ্চে গান গাওয়ার মাঝখানে তরুণীদের চুমু দিয়ে বিতর্কে জড়িয়েছেন উদিত নারায়ণ। বর্ষীয়ান শিল্পীর এমন আচরণ নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকে গায়ককে তার বয়স এবং সভ্য সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন।

এদিকে চুমুকাণ্ডে উদিতকে খোঁচা দিলেন বলিউড পরিচালক তথা ডান্স কোরিওগ্রাফার ফারহা খান। তিনি বলেন, ‘আমার সঙ্গেও উদিতজির মতো করো একটু।’ তবে নেটিজেনদের প্রশ্ন, কার কাছে চুমু চাইতে গিয়ে উদিত নারায়ণকে এভাবে খোঁচা দিলেন ফারহা খান।

ফারহা খানের সঙ্গে সানিয়া মির্জার দারুণ বন্ধুত্ব দীর্ঘদিন ধরেই। মাঝেমধ্যেই তারা আড্ডা দেন। তেমনই এক দুপুরে সম্প্রতি ছেলেকে নিয়ে বলিউড পরিচালকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সানিয়া মির্জা। মজার কাণ্ড ঘটে সেখানে, ফারহার ব্লগেই সেটা ফাঁস হয়। 

সানিয়ার সঙ্গে পরিচালককে রান্না করতেও দেখা যায়। দুপুরের খাবারের পর সানিয়াপুত্র ইজান ফারহার বাড়িতেই খেলছিল। তবে খুদের বল কেড়ে নিয়ে ফারহা চুমুর আবদার করে বসেন। আর সেটা করতে গিয়েই পরিচালককে বলতে শোনা যায়, ‘আমার সঙ্গে উদিতজির মতো করো, আমাকে একটা চুমু খাও।’ 

আরও পড়ুন: ব্যাঙের নামকরণ করা হলো লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে

প্রসঙ্গত, চুমুকাণ্ডের কারণে নতুন করে চর্চার শিরোনামে প্রবীণ শিল্পী  উদিত নারায়ণ। এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ। গাইছেন, ‘টিপ টিপ বরসা পানি।’ দর্শকাসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসলেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন তরুণী। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যায়। বিতর্কের মধ্যেই আরেকটি ভিডিও ভাইরাল হয়, সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি করেন তিনি। 

এসি/ আই.কে.জে/


চুমুকাণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন