বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

বইমেলার স্টল খুঁজুন ‘অফলাইন অ্যাপ’এ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাসব্যাপি চলছে অমর একুশে বইমেলা। ১লা ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে এ মেলা। রাজধানীর পাশাপাশি দেশের নানা প্রান্ত ও দেশের বাইরে থেকেও বইপ্রেমীরা আসছেন মেলায়। কর্মব্যস্ত নগরীতে অনেকেই শুধুমাত্র ছুটির দিনগুলোতেই বইমেলায় আসেন।

সাধারণত ছুটির দিনগুলোতে বইমেলায় উপচে পরা ভিড় থাকে। ভিড় থাকায় অনেক সময় ইন্টারনেটের ভালো পরিষেবা পাওয়া যায় না। সেই সময় অনলাইনে স্টল এবং প্রকাশনী খুঁজতে সমস্যায় পড়তে হয়। স্টল নাম্বার জানা নেই, প্রকাশনীর কোথায় অবস্থান সেই ব্যাপারে সঠিক দিক-নির্দেশনা নেই, এদিক সেদিক জিজ্ঞেস করে ক্লান্ত হন অনেকেই।

তবে এর সমাধান নিয়ে আসছে ‘বইমেলা স্টল লোকেটর’ অ্যাপ। অন্যান্য অ্যাপের মতই গুগল প্লে-স্টোর থেকে ‘বইমেলা স্টল লোকেটর’ (Boimela stall locator) অ্যাপটি ইন্সটল করা যাবে।

ইন্সটল করার পর স্টল নাম্বার বা প্রকাশনীর নাম লিখে সার্চ দিলেই পাওয়া যাবে তথ্য। বাংলা এবং ইংরেজি যেকোনো ভাষাতেই তা খুঁজে পাওয়া যাবে। এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা এবং ডাউনলোড করার পর ইন্টারনেট ছাড়াই সার্চ দেয়া যাবে। তবে এই অ্যাপটির সীমাবদ্ধতা হল শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্টলগুলো খুঁজে পাওয়া যাবে।

আরও পড়ুন: প্লে স্টোর থেকে যে ১৮ অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল

এই অ্যাপের উদ্যোগ নিয়েছেন ‘অকারণ’ নামক একটি বইভিত্তিক সংগঠন। 

‘অকারণে’র প্রতিষ্ঠাতা অয়ন তরফদার এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, বই মেলায় স্টল খুঁজে পেতে সমস্যা হয় দেখে কয়েকজন মিলে নিতান্ত নিজেদের জন্য একটা অফলাইন অ্যাপ তৈরির আগ্রহ ছিল। পরে ভাবলাম মেলায় এই সমস্যায় তো অনেকেই পড়েন। তাদের জন্যও এই অ্যাপ কিছুটা কাজে আসতে পারে। সেইজন্যই মূলত প্লে-স্টোরে বিনামূল্যে দেয়া। ভবিষ্যতে এই অ্যাপটি আমরা আরও সমৃদ্ধ করবো।

এসকে/ 

অ্যাপ বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন