মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

বইমেলার স্টল খুঁজুন ‘অফলাইন অ্যাপ’এ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাসব্যাপি চলছে অমর একুশে বইমেলা। ১লা ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে এ মেলা। রাজধানীর পাশাপাশি দেশের নানা প্রান্ত ও দেশের বাইরে থেকেও বইপ্রেমীরা আসছেন মেলায়। কর্মব্যস্ত নগরীতে অনেকেই শুধুমাত্র ছুটির দিনগুলোতেই বইমেলায় আসেন।

সাধারণত ছুটির দিনগুলোতে বইমেলায় উপচে পরা ভিড় থাকে। ভিড় থাকায় অনেক সময় ইন্টারনেটের ভালো পরিষেবা পাওয়া যায় না। সেই সময় অনলাইনে স্টল এবং প্রকাশনী খুঁজতে সমস্যায় পড়তে হয়। স্টল নাম্বার জানা নেই, প্রকাশনীর কোথায় অবস্থান সেই ব্যাপারে সঠিক দিক-নির্দেশনা নেই, এদিক সেদিক জিজ্ঞেস করে ক্লান্ত হন অনেকেই।

তবে এর সমাধান নিয়ে আসছে ‘বইমেলা স্টল লোকেটর’ অ্যাপ। অন্যান্য অ্যাপের মতই গুগল প্লে-স্টোর থেকে ‘বইমেলা স্টল লোকেটর’ (Boimela stall locator) অ্যাপটি ইন্সটল করা যাবে।

ইন্সটল করার পর স্টল নাম্বার বা প্রকাশনীর নাম লিখে সার্চ দিলেই পাওয়া যাবে তথ্য। বাংলা এবং ইংরেজি যেকোনো ভাষাতেই তা খুঁজে পাওয়া যাবে। এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা এবং ডাউনলোড করার পর ইন্টারনেট ছাড়াই সার্চ দেয়া যাবে। তবে এই অ্যাপটির সীমাবদ্ধতা হল শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্টলগুলো খুঁজে পাওয়া যাবে।

আরও পড়ুন: প্লে স্টোর থেকে যে ১৮ অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল

এই অ্যাপের উদ্যোগ নিয়েছেন ‘অকারণ’ নামক একটি বইভিত্তিক সংগঠন। 

‘অকারণে’র প্রতিষ্ঠাতা অয়ন তরফদার এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, বই মেলায় স্টল খুঁজে পেতে সমস্যা হয় দেখে কয়েকজন মিলে নিতান্ত নিজেদের জন্য একটা অফলাইন অ্যাপ তৈরির আগ্রহ ছিল। পরে ভাবলাম মেলায় এই সমস্যায় তো অনেকেই পড়েন। তাদের জন্যও এই অ্যাপ কিছুটা কাজে আসতে পারে। সেইজন্যই মূলত প্লে-স্টোরে বিনামূল্যে দেয়া। ভবিষ্যতে এই অ্যাপটি আমরা আরও সমৃদ্ধ করবো।

এসকে/ 

অ্যাপ বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250