ছবি: ভিডিও থেকে নেওয়া
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন। এই খবরে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোড়ন তৈরি হয়েছে, তেমনি আলোচনায় এসেছে আরেকটি ভিন্নধর্মী খবর। ঢাকায় পৌঁছেছে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া তার সেই বিখ্যাত লোমশ বিড়ালটি, যার নাম জেবু।
ঢাকা বিমানবন্দরে পৌঁছে জাইমা রহমান তার প্রিয় বিড়াল জেবুর সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন। জেবুর সঙ্গে জাইমা রহমানের সেই মুহূর্তের একটি ছবি ইতিমধ্যে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
এর আগে আজ বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান।
বিমানবন্দরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পারিবারিক এ মিলনের পর বিএনপির নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান।
এর পরই পরিবারকে বিদায় দিয়ে লাল-সবুজ গাড়িতে ওঠেন তারেক রহমান। তার গাড়িবহর যৌথবাহিনীর কড়া নিরাপত্তায় ৩০০ ফিটের দিকে এগিয়ে যায়। বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।
এদিন সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি শেষে তিনি ঢাকায় পা রাখেন।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার (২৪শে ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে ১১ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সে দেশেই ছিলেন। বিএনপির কর্মী-সমর্থকেরা বলছেন, তারেক রহমানের দেশে ফেরায় বিএনপির রাজনীতিতে আসবে নতুন মাত্রা।
খবরটি শেয়ার করুন