ছবি: সংগৃহীত
তিন-চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। এতে বেড়েছে সব ধরনের সবজির দাম। তবে কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি, প্রতি কেজির দাম ২৫০ থেকে ৩০০ টাকা। অন্যদিকে ডিমের বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র।
গতকাল বৃহস্পতিবার (১০ই জুলাই) রাজধানীর খুচরা বাজারে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতিটি ৯ টাকা ৫০ পয়সা থেকে ১০ টাকায়। মাসখানেক আগেও প্রতিটি ডিমের দাম ছিল ১১ টাকা থেকে ১১ টাকা ২৫ পয়সা। পাইকারিতে দাম আরও কম। প্রতিটি ডিমের দাম নেমেছে ৮ টাকা থেকে ৮ টাকা ৮০ পয়সায়।
ব্যবসায়ী ও বিক্রেতারা বলছেন, ডিমের দামের সঙ্গে সঙ্গে ক্রেতাও অনেক কমে গেছে। আগে যারা প্রতিদিন ৪-৫ হাজার ডিম বিক্রি করতে পারতেন, এখন তাদের বিক্রি আড়াই থেকে ৩ হাজারে নেমেছে।
খামারিরা বলছেন, বাচ্চার দাম কমে আসায় ডিমের বাণিজ্যিক চাহিদা কমে গেছে। অনেক বড় খামার বাচ্চা উৎপাদন না করে সেই ডিমগুলো বাজারে ছাড়ছে। এতে ডিমের দাম কমেছে। এ ছাড়া ফলের মৌসুম হওয়ায় অনেকে সকালের নাশতায় ডিম না খেয়ে ফল খাচ্ছেন। এতেও বাজারে চাহিদা কমতে পারে।
বাজার তথ্য বলছে, গত বছরের জুলাই-আগস্টে ডিমের দাম কিছুটা কমই ছিল। তখন প্রতিটি ডিম ৯ টাকা ৫০ পয়সা থেকে ১০ টাকা ৫০ পয়সায় বিক্রি হতো। সেপ্টেম্বরে এসে হঠাৎ তিন দফায় দাম প্রতিটি ডিমে আড়াই থেকে ৩ টাকা বেড়ে ১২ টাকা ৫০ পয়সা পর্যন্ত ওঠে।
জানতে চাইলে সেগুনবাগিচা বাজারের ডিমের ব্যবসায়ী নূরে আলম সিদ্দিকী বলেন, ‘ডিমের দাম কোরবানির ঈদের আগে থেকে কমতে শুরু করে। কয়েক দফায় কমে এখন খুচরায় প্রতি ডজন ১২০ টাকায় নেমেছে। পরিচিত কাস্টমারদের কাছে আরও কমে বিক্রি করে দিই। কারণ, এখন ক্রেতা অনেক কম। প্রতিদিন আমি ১ গাড়ি (৫ হাজার) ডিম বিক্রি করতে পারতাম। এখন এক গাড়ি বিক্রি করতে দুইদিন লাগে।’
গত বছর সেপ্টেম্বরে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকায় দাম বেঁধে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। গতকাল রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭০-১৮০ টাকা কেজি, যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ টাকা বেশি। গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ১৫০-১৬০ টাকা কেজি। সোনালি জাতের মুরগি বিক্রি হয়েছে ৩০০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ২৮০ টাকায় বিক্রি হয়েছিল।
চাল, ডাল, আটা, ময়দা, তেলসহ প্রায় সব মুদিপণ্যের দাম আগের মতোই রয়েছে। এ ছাড়া আদা, রসুন, পেঁয়াজসহ মসলাজাতীয় পণ্যের দামও স্থির। গতকাল রাজধানীর বাজারগুলোতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি। চার থেকে পাঁচ দিন আগেও কাঁচা মরিচের দাম ছিল ১০০ থেকে ১২০ টাকা কেজি।
কাঁচা মরিচের মতো টমেটোর দামও বেড়েছে অস্বাভাবিক হারে। বৃহস্পতিবার প্রতি কেজি টমেটো ১৪০-১৫০ টাকায় বিক্রি হয়েছে, যা এক সপ্তাহ আগে ১২০-১৩০ টাকা ছিল। অন্যান্য সবজির মধ্যে করলা ৮০-৯০ টাকা, আলু ৩০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এসব সবজির দামও ৫-১০ টাকা বেড়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন