রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু *** তারেক রহমান আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন: মির্জা ফখরুল *** ১৮ তলা থেকে পড়ে বেঁচে গেল তিন বছরের শিশু *** ট্রাম্পের হুমকিতেও রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে ভারত *** নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা *** এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৯১ টাকা *** নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বিএনপির কমিটি *** ‘প্রেসিডেন্ট লুলা যখন ইচ্ছা আমাকে ফোন করতে পারেন’, ব্রাজিলকে নিয়ে সুরবদল ট্রাম্পের *** ঐক্য গড়তে রাজবন্দীদের মুক্তি দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট *** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল

ওষুধের ওপর থেকে ভ্যাট কমানোর আশা স্বাস্থ্য উপদেষ্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ওষুধে যে ভ্যাট বাড়ানো হয়েছে, সেটি কমানো হবে বলে তিনি আশা করছেন। ওষুধের ওপর যে যৎসামান্য ভ্যাট আরোপ করা হয়েছে, তা কমানোর জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে।

শনিবার (১৮ই জানুয়ারি) দুপুরে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল ও কলেজের চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এমন মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, উপপরিচালকসহ মেডিকেল কলেজের শিক্ষক ও কর্মকর্তারা। এর আগে শনিবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা। এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সরকারের সময়ে নেওয়া নানা প্রকল্পের সমালোচনা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা ওষুধে ভ্যাট বাড়ানো প্রসঙ্গে বলেন, ‘দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক রাখতে বিভিন্ন খাতে ভ্যাট বাড়ানো হয়। তবে ওষুধের বিষয়ে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম। আশা করি, অর্থ মন্ত্রণালয় তা বিবেচনা করবে। আমরা সে সময় কেবিনেটে বলেছিলাম, এগুলো আর বাড়ায়েন না। যা–ই হোক, তিনি (অর্থ উপদেষ্টা) এগুলো কনসিডার করবেন। সামনে আরও ভালো কিছু আমরা আশা করছি। যেটা বাড়ানো হয়েছে, সেটি কমানো হবে বলে আশা করছি।’

শান্তনু/কেবি


ভ্যাট- শুল্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন