রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপে বার্তা সম্পাদনার নতুন সুযোগ আসছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের বার্তা লেখা আরও সহজ ও স্বয়ংক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বার্তার ভাষা পরিবর্তনের পাশাপাশি বানান ও ব্যাকরণগত ত্রুটি সংশোধন করা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ‘রিরাইট’ নামের একটি সুবিধা চালুর জন্য কাজ করছে। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের পাঠানো বার্তার ভাষাগত কাঠামো স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা যাবে। খবর নিউজ১৮-এর।

সম্প্রতি অ্যান্ড্রয়েড সংস্করণ ২.২৫.৮.৫–এর কোড বিশ্লেষণের সময় এ সুবিধা শনাক্ত করা হয়েছে। নতুন এ সুবিধা চালু হলে বার্তা লেখার সময় সেন্ড বাটনের ওপরে একটি পেনসিল আইকন দেখা যাবে। এতে ট্যাপ করলে একটি বিল্টইন টেক্সট এডিটর চালু হবে। এই এডিটরই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বার্তার ভাষা ও শৈলী পরিবর্তন করে দেবে।

অ্যান্ড্রয়েড অথরিটির তথ্যমতে, রিরাইট সুবিধায় বার্তা পুনর্লিখনের জন্য একাধিক অপশন দেখা যাবে। এর মধ্যে বানান ও ব্যাকরণগত ত্রুটি সংশোধনের অপশনটি মূলত শব্দে থাকা ভুল বানান ও ভাষাগত ত্রুটি শনাক্ত করে সমাধান করবে। অন্য অপশন ব্যবহার করে বার্তার ভাষাগত শৈলী পরিবর্তন করা যাবে। তবে সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

এইচ.এস/

হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন