মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

মুখের ত্বকে কোন কোন উপকরণ ব্যবহার করা ঠিক নয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

ত্বকের যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে নিয়মিত ত্বকের পরিচর্যা করা জরুরি। অনেকে ত্বকের পরিচর্যা করতে গিয়ে বেশ কিছু ভুল করে ফেলেন। সে কারণে ত্বকে দেখা দিতে পারে একাধিক জটিলতা। এ জন্য ত্বকের পরিচর্যা করার সময় কিছু কিছু উপকরণ এড়িয়ে চলুন। যেমন-

১. মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া কোনো ধরনের বিউটি পণ্য ব্যবহার করা উচিত নয়। এই ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা উচিত ক্রিম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন এইসবের ব্যাপারে। কারণ এ ধরনের পণ্য ব্যবহারে আপনার ত্বকে র‍্যাশ, অ্যালার্জি দেখা দিতে পারে। 

২. ভিটামিন-সি সমৃদ্ধ লেবুর রস ট্যান তুলতে খুব ভালভাবে কাজে লাগে। কিন্তু ত্বকে সরাসরি কখনও লেবুর রস ব্যবহার করা ঠিক নয়। এতে থাকা সাইট্রিক অ্যাসিডের কারণে ত্বক পুড়ে কালো দাগ হয়ে যেতে পারে। তবে বিভিন্ন উপকরণ মিশিয়ে ফেসপ্যাক কিংবা স্ক্রাব তৈরি করলে সেখানে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। 

৩. গোসল করার সময় অনেকেই মুখেও শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেন। অথবা সাবান শেষ হয়ে গেলে ভাবেন একদিন শ্যাম্পু দিয়ে মুখ ধুলে সমস্যা হবে না। এটা ঠিক নয়। এতে ত্বক মারাত্মক রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে। 

আরো পড়ুন : বর্ষায় ইমিউনিটি বাড়াবেন যেভাবে

৪. নারকেল তেল চুলের পাশাপাশি ত্বকের যত্নের ক্ষেত্রেও জরুরি একটি উপকরণ। কিন্তু তাই বলে সরাসরি মুখে নারকেল তেল একেবারেই ব্যবহার করবেন না। এতে ত্বকের লোমকূপের মুখগুলি বন্ধ হয়ে যায়। ফলে ত্বকে নোংরা জমে যেতে পারে। দেখা দিতে পারে ব্রণের সমস্যা। 

ত্বকের পরিচর্যা করার সময় যেসব বিষয় মাথায় রাখবেন-

১. মুখে ফেসপ্যাক কিংবা স্ক্রাব লাগানোর সময় কখনই জোরে জোর ঘষবেন না। এর কারণে ত্বকের গঠন নষ্ট হতে পারে। আলতো হাতে ত্বকে যে কোনো উপকরণ ম্যাসাজ করা প্রয়োজন। 

২. অনেকের ক্ষেত্রে মুখের ত্বকে চুলের আধিক্য দেখা যায়। এক্ষেত্রে নিজে নিজে কোনোভাবেই ওয়াক্সিং করতে যাবেন না। বিউটি পার্লারে গিয়ে অভিজ্ঞ লোকের সাহায্যে সমস্যার সমাধান করা জরুরি। তা না হলে ত্বক ক্ষতিগ্রস্ত হবে। 

৩. মুখ পরিষ্কারের পর কখনই খুব জোরে ঘষে মুখে লেগে থাকা পানি মুছতে যাবেন না। এজন্য নরম তোয়ালে বা সুতির গামছা ব্যবহার করে আলতো হাতে মুছে নিন।

এস/ আই.কে.জে/

ত্বকের পরিচর্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন